সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জানা গিয়েছে, প্রায় ৪০ মিনিট কথা হয় তাঁদের। প্রশ্ন উঠছে, নির্বাচনের বিষয় নিয়েই কি আলোচনা করেছেন দুজন? দ্রুত ভোটের দাবিতে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। কিন্তু এখনও সাধারণ নির্বাচনের কোনও সঠিক দিনক্ষণ জানাতে পারেনি ইউনুস সরকার।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে যান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান। সেখানে দুজনকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। এই সাক্ষাতের বিষয়ে সংবাদমাধ্যমে জানান বিএনপি নেত্রীর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই সেনাপ্রধান এসেছিলেন। বিএনপি নেত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করেন তিনি।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছে বিএনপি। কারণ আওয়ামি লিগের পতন ঘটায় রাজনীতির ময়দানে রাস্তা পরিষ্কার করতে চাইছে তারা। শেখ হাসিনা দেশ ছাড়তেই একাধিক মামলা থেকে জেলমুক্তি ঘটেছে খালেদা জিয়ার। বিদেশ থেকে দেশে ফিরছেন বিএনপি নেতারা। ঢাকায় ফেরার কথা রয়েছে খালেদার পুত্র তারেক রহমানেরও। কিন্তু এর মাঝেই মাথাচারা দিয়ে উঠেছে জামাত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে তাদের। যা নিয়ে চাপ বাড়ছে বিএনপির। অনেকেই বলছেন ক্ষমতা ধরে রাখতে নির্বাচন নিয়ে ঢিলেমি করছে ইউনুস সরকার। তাই দ্রুত ভোটের দাবি জানাচ্ছে খালেদা জিয়ার দল। তাই বিশ্লেষকরা মনে করছেন, এদিন নির্বাচনের রূপরেখা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির নেতারা।
কিন্তু বেশ কয়েক বছর ধরেই লিভার সিরোসিস, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি-সহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা। কয়েকদিন আগেও অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাঁর বিদেশে চিকিৎসা করানোর বিষয়টি আটকে দেওয়া নিয়ে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে বহুবার অভিযোগ জানিয়েছে বিএনপি। কিন্তু চিকিৎসার জন্য নেত্রীকে বিদেশে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে ৮০ ছুঁইছুঁই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। আকাশপথে দীর্ঘ যাত্রার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সও প্রস্তুত করা হচ্ছে বলে খবর।