shono
Advertisement
Bangladesh

আওয়ামি লিগের অনলাইন কাজকর্ম বন্ধ করতেও মরিয়া, অধ্যাদেশ উল্লেখ করে চিঠি সাইবার এজেন্সির

অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত চিঠিতে উল্লেখ করা যায় না, জানাচ্ছেন আইনজীবীরা।
Published By: Sucheta SenguptaPosted: 03:32 PM May 15, 2025Updated: 03:36 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামি লিগকে নিষিদ্ধ করেছে ইউনুস সরকার। আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হাসিনার দলের সমস্ত কার্যকলাপ বন্ধ। এবার আওয়ামি লিগের অনলাইন কাজকর্ম স্থগিত করতেও এবার উঠেপড়ে লেগেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা সংস্থা। এই মর্মে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়্ন্ত্রক কমিশনকে চিঠি দিয়েছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে সাইবার সুরক্ষার অধ্যাদেশের (অর্ডিন্যান্স) একটি ধারা। তাতে আইনজীবীরা জানাচ্ছেন, অধ্যাদেশটি যেহেতু এখনও জারি হয়নি, তাই তার উল্লেখ করার কোনও অর্থ নেই।

Advertisement

গত ১২ মে ইউনুস সরকারের আইন উপদেষ্টা আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে তার আওতায় হাসিনার দলকে নিষিদ্ধ করা হল। এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করার কথা ইউনুস সরকারের। তাই সাইবার নিরাপত্তা এজেন্সি আওয়ামি লিগের অনলাইন সক্রিয়তাও বন্ধ করতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটি ধারার কথা উল্লেখ করা হয়েছে। যদিও আইনজীবীরা জানাচ্ছেন, অধ্যাদেশটি এখনও জারি হয়নি। শুধুমাত্র উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। তাঁদের আরও বক্তব্য, অধ্যাদেশ জারি হওয়ার আগে সেটি আইনে পরিণত হয় না। তাই অধ্যাদেশের ধারা বলে সরকারি চিঠি দেওয়ার সুযোগ নেই।

জানা গিয়েছে, সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠিতে উল্লেখ, আওয়ামি লিগ ও তার সমস্ত সহযোগী সংগঠনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউআরএল বা লিংক সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ৮ নং ধারা অনুযায়ী জরুরি ভিত্তিতে ব্লক বা অপসারণ করা প্রয়োজন। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মহম্মদ এমদাদ উল বারী জানান, সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠি পাওয়ার পর মঙ্গলবার রাতেই মেটা, এক্স, গুগল (ইউটিউব), টিকটক-সহ প্ল্যাটফর্মকে ‘রিপোর্ট’ করা হয়েছে, অর্থাৎ সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যাতে তারা ব্যবস্থা নেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আওয়ামি লিগের অনলাইন কার্যকলাপ নিষিদ্ধ করতে মরিয়া সাইবার নিরাপত্তা এজেন্সি।
  • বাংলাদেশের টেলিযোগাযোগ কমিশনে চিঠি সাইবার এজেন্সির।
Advertisement