shono
Advertisement

Breaking News

Bangladesh Election

ভোটে হানাহানির সম্ভাবনা! বাংলাদেশে মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Published By: Saurav NandiPosted: 04:05 PM Jan 30, 2026Updated: 04:21 PM Jan 30, 2026

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন। সেই ভোটের সময় হিংসা ছড়াতে পারে। হতে পারে হানাহানি। সে কথা জানিয়ে ওপার বাংলার মার্কিন নাগরিকদের সতর্ক করল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

Advertisement

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের সময় বিভিন্ন ধর্মীয় স্থান, রাজনৈতিক দলের সমাবেশ এবং ভোটকেন্দ্রে হামলার সম্ভাবনা রয়েছে। তাই মার্কিন নাগরিকদের বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে। এছাড়াও মার্কিন নাগরিকদের উদ্দেশে পরামর্শ, সর্বদা আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় সংবাদমাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে, সে দিকে নজর রাখুন। জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সব সময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অশান্তি এড়িয়ে কী ভাবে যাতায়াত করা সম্ভব, তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের নির্দেশিকায় জানানো হয়েছে, নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরেও একই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement