২০২৪ সালে জুলাই আন্দোলন দমনে নির্বিচার গুলি চালিয়ে হত্যার অপরাধ। বছর দেড়েক পর সেই অপরাধে ঢাকার তৎকালীন পুলিশ প্রধান-সহ তিন পুলিশকর্তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আন্তর্জাতিক অপরাধ আদালত। পাশাপাশি আরও দুই পুলিশকর্তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাঁরা হলেন, প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং প্রাক্তন এডিসি (রমনা) শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম। তিনজনের সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
বছর দেড়েক আগে চানখাঁরপুলে ৬ জনের হত্যাকাণ্ডে তাঁদের এই শাস্তি। যদিও এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন পুলিশ আধিকারিকই পলাতক বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, জুলাই আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড শুনিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। তিনি অবশ্য এখন নয়াদিল্লির রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
ঢাকার তৎকালীন পুলিশ প্রধান হাবিবুর রহমান-সহ তিন পুলিশকর্তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আন্তর্জাতিক অপরাধ আদালত। পাশাপাশি আরও দুই পুলিশকর্তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাঁরা হলেন, প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং প্রাক্তন এডিসি (রমনা) শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় হাসিনা প্রশাসনের বিরুদ্ধে। সেই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা দেশজুড়ে। গণ-অভ্যুত্থানের আকার নেয় তা। পরিস্থিতি এমনই অগ্নিগর্ভ আকার নেয় যে আন্দোলন দমনে পুলিশ দমনপীড়ন অভিযান শুরু করে। অভিযোগ, আন্দোলন থামাতে পুলিশ গুলি চালায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই। এমনই উত্তাল সময়ে চানখাঁরপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলিতে হত্যা করে ঢাকা পুলিশ। তার নেতৃত্বে ছিলেন তৎকালীন ঢাকার মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি-সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তালিকায় হাবিবুর ছাড়াও ছিলেন প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপকুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহ আলম মহম্মদ আখতারুল ইসলাম এবং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ ইমরুল।
সোমবার তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইমরুল ছাড়া সকলকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন পুলিশ আধিকারিকের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে এই চারজনই ‘পলাতক’ হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ।
