নির্বাচনে জিতে দেশের ক্ষমতায় আসতে এবার ব্যারেজ নিয়ে রাজনীতি শুরু করল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি! বৃহস্পতিবার রাজশাহীর নির্বাচনী সভায় ভারতের ফরাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনসভায় বলেন, ''বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর উপর উজানে ভারতের নির্মিত ফরাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে।'' এদিন বৃহস্পতিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহী এসেছিলেন। এখন ভোটের আগে তিনি দেশজুড়ে প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার এই সফরে তারেক রহমান আরও বলেন, ''বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা-বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব। কৃষি ঋণ মকুবের কাজ শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে ১৩ তারিখ থেকেই শুরু হবে জনগণের জয়যাত্রা।''
বৃহস্পতিবার তারেক রহমান আরও বলেন, ''বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে, মা-বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব। কৃষি ঋণ মকুবের কাজ শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করলে ১৩ তারিখ থেকেই শুরু হবে জনগণের জয়যাত্রা।''
তারেকের এসব বক্তব্যকে মিথ্যা প্রতিশ্রুতি বলে পালটা দাবি করেছে ছাত্রদের দল জাতীয় নাগরিকর পার্টি। এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ''বিএনপি মামলা বাণিজ্য করছে। এখন ভোটের বিনিময়ে মামলা তুলে নেওয়ার কথা বলছে, যা স্পষ্ট প্রতারণা।'' বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলামের আরও বক্তব্য, ''বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। ৫ আগস্টের আগে ফ্যাসিবাদী আমলে দেশের যে পরিস্থিতি ছিল, তা আর কেউ দেখতে চায় না।''
