shono
Advertisement
Myanmar

কম্পনে বিধ্বস্ত মায়ানমারের পাশে বাংলাদেশ, ওষুধ-খাবার পাঠাল ইউনুস সরকার

উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পাঠাতেও প্রস্তুত বাংলাদেশ সেনা।
Published By: Sucheta SenguptaPosted: 08:46 PM Mar 30, 2025Updated: 08:46 PM Mar 30, 2025

সুকুমার সরকার, ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে যতই মায়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতি হোক, মানবিকতার খাতিয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত সে দেশের পাশে দাঁড়াল প্রতিবেশী বাংলাদেশ। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জরুরি ভিত্তিতে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিমও পাঠাতে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।রবিবার, ৩০ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মায়ানমারকে সাহায্যের কথা জানিয়েছে। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন এবং উদ্ধারকারী দলের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন।

Advertisement

গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। তাতে মায়ানমারে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৬০০ পেরিয়েছে। ধ্বংসস্তূপে যাঁরা আটকে, তাঁদের বেশিরভাগেরই আর প্রাণে বাঁচার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের ফলে মায়ানমারে খাদ্য, জল, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী মায়ানমারের এই বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। উদ্ধারকাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশ সরকার প্রতিবেশী মায়ানমারের এই বিপর্যয়ে মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মায়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে উদ্ধারকারী এবং মেডিক্যাল দল পাঠানো হবে। বাংলাদেশের মানবিক সহায়তা মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাপ্রকাশ করেছে সেনাবাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কম্পনে বিধ্বস্ত মায়ানমারের পাশে বাংলাদেশ।
  • জরুরি ভিত্তিতে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে সেনার তরফে।
Advertisement