shono
Advertisement
BNP

ইউনুসের বেজিং সফর নিয়ে উচ্ছসিত বিএনপি, বাংলাদেশের রাজনীতিতে কোন সমীকরণ?

কেন এই উচ্ছ্বাস?
Published By: Biswadip DeyPosted: 08:39 PM Apr 01, 2025Updated: 08:39 PM Apr 01, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চিন সফর নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে বিএনপি। ইউনুসের এই সফর বর্তমান সরকারের এক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি বলেছেন, ‘‘এর আগে আওয়ামি লিগ সরকারের আমলে একতরফা ভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিন তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে।’’

Advertisement

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলাশহরে নিজের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময়ের সময় এমন কথা বলেন ফখরুল। তাঁকে এও বলতে শোনা যায়, ‘‘চিন এক অত্যন্ত সমৃদ্ধশালী দেশ। তারা প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশার কথা।’’

ফখরুল বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো যথাযথভাবে আমরা পর্যালোচনা করছি। আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপি-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।’’ প্রসঙ্গত, ইউনুস মসনদ মজবুত করতেই চিনকে পাশে চাইছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে এমনও মনে করা হচ্ছে, বিএনপি জানে নির্বাচন হলে ক্ষমতায় তাদের আসারই সম্ভাবনা বেশি। তাই চিনকে এখন থেকেই হাতে রাখতে চাইছে। তাই 'নতুন' বাংলাদেশে কে চিনের কত বেশি কাছে পৌঁছতে পারে তারই যেন প্রতিযোগিতা চলছে।

এদিকে ইউনুসের চিন সফরের দিনেই আমেরিকা জানিয়ে দেয়, বাংলাদেশ সেনাকে সাহায‌্য করবেন ট্রাম্প। চিনের প্রতি বাংলাদেশের আনুগত‌্য কমানোর লক্ষ্যেই তড়িঘড়ি এই ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চিন সফর নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে বিএনপি।
  • ইউনুসের এই সফর বর্তমান সরকারের এক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।
  • 'নতুন' বাংলাদেশে কে চিনের কত বেশি কাছে পৌঁছতে পারে তারই যেন প্রতিযোগিতা চলছে।
Advertisement