সুকুমার সরকার, ঢাকা: দীর্ঘদিন ধরে অসুস্থ। লিভারের সমস্যা-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে খবর মিলেছিল। এবার বিএনপি সূত্রে খবর, চিকিৎসার জন্য নেত্রীকে বিদেশে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মেডিক্যাল বোর্ড অনুমতি দিলে ৮০ ছুঁইছুঁই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। আকাশপথে দীর্ঘ যাত্রার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সও প্রস্তুত করা হচ্ছে বলে খবর।
বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের কো-অর্ডিনেটর ডা. এজেডএম জাহিদ হোসেন সংবাদমাধ্যমে জানান, ‘‘আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা করছি। ইংল্যান্ডে তাঁকে নিয়ে যাওয়া হলে ৮ থেকে ১৩ ঘণ্টা সময় লাগে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে ১৮ থেকে ২১ ঘণ্টা ফ্লাইং আওয়ার। এই যাত্রার জন্য তাঁর শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদেশে নিয়ে যেতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাঁকে বিদেশে থাকতে হবে। লিভার প্রতিস্থাপন করতে হবে।’’
[আরও পড়ুন: উড়ল ড্রোন, ড্রাগন লাইট জ্বালিয়ে তল্লাশি, কাটোয়ায় ‘যৌন হেনস্তা’য় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত]
মেডিক্যাল বোর্ডের আরেক সদস্য ডাক্তার আল-মামুন বলেন, ‘‘খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আনা হবে।’’ বোর্ডের আরেকজনের বক্তব্য, ‘‘কাতারের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে। নানা স্তরে কথাবার্তা চলছে। উনি আরেকটু সুস্থ হলেই দিনক্ষণ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি।’’
[আরও পড়ুন: কফি হাউসের আড্ডায় টানা ২৬ হাজার দিন! সম্মানিত ‘প্রবীণতম কফিখোর’]
এখন কেমন আছেন বিএনপি নেত্রী? চিকিৎসকরা জানাচ্ছেন, আগের চেয়ে ভালো তিনি আছেন। প্রতিদিন চিকিৎসকরা নিয়ম করে তাঁর বাড়ি গিয়ে ফলো আপ করছেন। বিভিন্ন দলের নেতারা আসছেন। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করতে পারছেন। তাঁর ঘুম, খাওয়াদাওয়া স্বাভাবিক নিয়মেই হচ্ছে। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো ঠিকঠাক রয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের জন্য তাঁকে বিদেশে নিয়ে যেতে হবে।