সুকুমার সরকার, ঢাকা: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজ্যাভিষেকের আগের দিন রাজা চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলাকে সংবর্ধনা দিতে বাকিংহাম প্যালেসে এই অনুষ্ঠান হয়।
জাপান সফর ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদানের পর শনিবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই লন্ডনে পৌঁছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে কমনওয়েলথ দেশগুলির প্রতিনিধিদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন। লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কমনওয়েলথপ্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় হয়।
[আরও পড়ুন: রোহিঙ্গাদের পুনর্বাসনে তৎপরতা, রাখাইনের পরিস্থিতি দেখতে গেল বাংলাদেশের প্রতিনিধিদল]
উল্লেখ্য, আজ শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে। অনুষ্ঠানে ভারত, আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থাকবেন বলে খবর। তবে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। চার্লসের রাজ্যাভিষেকে রানি ক্যামিলার মুকুটে থাকছে না কোহিনুর। কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। তবে মনে করা হচ্ছে, পর্দার আড়ালে ভারতের কূটনেতিক চাপের জন্যই এই সিদ্ধান্ত।
বলে রাখা ভাল, মসনদে বসার প্রায় আট মাস পরে রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের (King Charles III)। লন্ডনের সময়ে আজ সকাল ১১টা নাগাদ জুবিলি কোচ বা বিশেষ গাড়িতে চেপে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত মিছিলে শামিল হবেন চার্লস ও রাানি ক্যামিলা। ওয়েস্টমিনস্টার অ্যাবের ব্যালকনিতে জনতার সামনে রাজাকে পেশ করবেন আর্চবিশফ অফ ক্যান্টারবেরি। সেখানে ঈশ্বর ও চার্চ অফ ইংল্যান্ডের প্রতি আনুগত্যের শপথ নেবেন রাজা। চার্লসের হাতে রাজদণ্ড ও গোলক তুলে দেবেন বিশপ। তারপর রবিবার, উইন্ডসর ক্যাসলে করোনেশন কয়্যার বা সমবেত সংগীত।