shono
Advertisement

Breaking News

Chanchal Chowdhury

বিমান থেকে সেনার কব্জায়! বাংলাদেশে 'গৃহবন্দি' জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমান থেকে নামিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেতাকে আটক করা হয়! সূত্রের খবর, তাঁকে বর্তমানে গৃহবন্দি করেছে ইউনুস সরকার।
Published By: Kishore GhoshPosted: 06:57 PM Dec 11, 2024Updated: 07:56 PM Dec 11, 2024

অরিঞ্জয় বোস, লন্ডন: দিন সতেরো আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল তাঁর। বিমানের আসনে বসেও পড়েন তিনি। উড়ানটি ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনা বিমানে উঠে সটান চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল জবাব দেন, কাজের সূত্রেই নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরপরই বিমান থেকে নামানো হয় অভিনেতাকে। বর্তমানে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই খবর।

Advertisement

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে। বিশ্ব শান্তিতে অবদানের জন্য নোবেল পাওয়া ইউনুসের আমলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠেছে পদ্মাপাড়ে। এইসঙ্গে বেড়েছে ভারত বিদ্বেষ। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও জামিন খারিজ হওয়ার মতো ঘটনার পর উভয় দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনার প্রভাব পড়েছে খেলা থেকে বিনোদন সব ক্ষেত্রে। আওয়ামি লিগের সাংসদ হওয়ায় বাংলাদেশের খেলাধুলো জগতের সবচেয়ে সফল ব্যক্তিত্ব শাকিব আল হাসানকেও রেয়াত করা হয়নি। 'হাসিনা ঘনিষ্ঠ' শাকিবের বিরুদ্ধে একধিক মামলা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার দেশের বাইরে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরফি মুর্তাজার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। মনে করা হচ্ছে, কতকটা একই 'দোষে' দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দি করা হল।

হাসিনা ঘনিষ্ঠতার থেকেও নিয়মিত ভারতে যাতায়াত, ভারতীয় সিনেমায় অভিনয়কে দেশ বিরোধিতা হিসেবে দেগে দেওয়া হচ্ছে জয়া এহসান, চঞ্চল চৌধুরীদের মতো অভিনেতাদের ক্ষেত্রে। উল্লেখ্য, কিছুদিন আগেই কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে সৃজিৎ মুখোপাধ্যায় 'পদাতিক'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন চঞ্চল। অন্যদিকে কৌশিক গাঙ্গুলীর 'অর্ধাঙ্গিনী'তে দেখা গিয়েছে জয়াকে। বিশ্লেষকরা বলছেন, নতুন বাংলাদেশে ভারতের ছবিতে অভিনয়ও দেশদ্রোহীতা। সেই কারণেই হয়তো চঞ্চলের উপর কোপ পড়েছে। সবচেয়ে বড় কথা, শাকিব বা চঞ্চলের মতো প্রতিভাকে গুরুত্ব দিচ্ছে না মৌলবাদী শাসক পক্ষ। অতএব, আজ চঞ্চল গৃহবন্দি, ভবিষ্যতে জয়ার উপরেও একই কোপ নেমে আসতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে।
  • আজ চঞ্চল গৃহবন্দি, ভবিষ্যতে জয়ার উপরেও একই কোপ নেমে আসতে পারে।
Advertisement