shono
Advertisement
Bangladesh Unrest

প্রহসনের বিচার! চিন্ময় প্রভুর আগাম জামিনের আর্জির শুনানি খারিজ চট্টগ্রামে

চিন্ময়ের হয়ে সওয়ালে না করে দেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। ওই আইনজীবীদের 'বাধা'র মুখে পড়েন সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী।
Published By: Kishore GhoshPosted: 02:51 PM Dec 11, 2024Updated: 05:05 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়ে গেল বুধবার। চিন্ময়ের হয়ে সওয়ালে না করে দেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। এই অবস্থায় মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা থেকে চট্টগ্রামে এসে মামলা এগিয়ে আনার আবেদন করেছিলেন এক আইনজীবী। অভিযোগ, সেই আবেদনও চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত 'বাধা'র মুখে পড়ে। এই অবস্থায় অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলাম আগাম জামিনের আর্জির শুনানি খারিজ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পক্ষের আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে।

Advertisement

গত ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। পরে চিন্ময়ের জামিন নাকচ হয়। জামিনের শুনানি ধার্য হয় আগামী বছরের ২ জানুয়ারি। এর মধ্যেই চিন্ময়ের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী। চট্টগ্রাম আদালতের আইনজীবীরা চিন্ময়ের হয়ে শুনানিতে না করায় ঢাকা থেকে এসেছিলেন এই আইনজীবী। বলা বাহুল্য, বাংলাদেশের বর্তমান উত্তপ্ত আবহে যা রীতিমতো সাহসের বিষয়। আগাম শুনানির আবেদনে রবীন্দ্র জানান, মিথ্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী। ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। আবেদনে আরও বলা হয়, নিরাপত্তার কারণেই ৩ ডিসেম্বর চিন্ময়ের আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি।

চিন্ময়ের আইনজীবীর আরও অভিযোগ করেছেন, চট্টগ্রামের কোর্টে বাকি আইনজীবীরা বিচারকের সামনে সম্মিলিত ভাবে চিৎকার করে বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছেন বুধবার। যদিও 'বাধা' দেওয়ার কথা স্বীকার করেননি ওই আইনজীবীরা। তাঁদের দাবি, ওকালতনামা ছিল না রবীন্দ্র ঘোষের কাছে। সেই কারণেই আবেদনটি খারিজ করেছে আদালত। সব মিলিয়ে সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন নিয়ে টানাপোডে়ন অব্যাহত বাংলাদেশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে।
  • রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পক্ষে আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে।
Advertisement