shono
Advertisement
Durga Puja 2025

দুর্গাপুজোয় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেই, হিন্দুদের আশ্বস্ত করল বাংলাদেশ পুলিশ

শারদোৎসব নির্বিঘ্নে পালন করতে হিন্দুদের পাশে দাঁড়িয়ে মনিটারিং সেল তৈরি করেছে বিএনপি।
Published By: Sucheta SenguptaPosted: 09:26 PM Sep 25, 2025Updated: 09:31 PM Sep 25, 2025

সুকুমার সরকার, ঢাকা: এবছর বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে এভাবেই আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিক্ষিপ্ত কোনও অশান্তির ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ, বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার সূত্রাপুরে বাংলাবাজার সর্বজনীন পুজোমণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি একথা জানান। পাশাপাশি কী কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও বিশদে বলেন তিনি।

Advertisement

এদিকে, দেশের হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয়া দুর্গাপুজো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকার কথা ঘোষণা করেছে বিএনপি।ঢাকার গুলশনে চেয়ারপার্সনের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বলা হয়েছে, এই লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করেছে বিএনপি। তাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি, প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ইতিমধ্যে দল থেকে এ ব্যাপারে জেলা ও মহানগর নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পতিত স্বৈরাচারের অনুচররা কোনওরকম অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটাতে না পারে, সেজন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা সর্বক্ষণ সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে।

অপরদিকে, দুর্গামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। রাশেদ খানের বক্তব্য, ‘দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর বা মন্দিরে হামলা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে পরাজিত শক্তি এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তি বা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের দুর্গাপুজোয় নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পুলিশ।
  • বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।
  • শারদোৎসব নির্বিঘ্নে পালন করতে হিন্দুদের পাশে বিএনপিও।
Advertisement