সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত বাংলাদেশে এবার 'হেনস্তা'র মুখে হিন্দু মহিলা সাংবাদিক। অফিস থেকে বেরতেই ঢাকার কারওয়ান বাজারে তাঁকে একদল লোক ঘিরে ধরে বলে অভিযোগ। নানাভাবে অপমান, কটূক্তি এবং ভয় দেখানো হয়। খবর পেয়ে ঢাকার তেজগাঁওয়ের পুলিশ সেখানে পৌঁছে ক্ষুব্ধ জনতার ঘেরাটোপ থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সাংবাদিককে গ্রেপ্তারির খবর অস্বীকার করে ঢাকা পুলিশের দাবি, তাঁকে নিরাপত্তার জন্য থানায় আনা হয়েছিল, পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর, আক্রান্ত সাংবাদিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই কারণে তাঁকে গ্রেপ্তার করার আশঙ্কা করেছিলেন ঘনিষ্ঠরা। এদিকে, বাংলাদেশে লাগামহীন হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার আয়োজন করেছে ইসকন। সকলকে তাতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক মুন্নি সাহা ঢাকার প্রতিষ্ঠিত সাংবাদিক। এই মুহূর্তে তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক। ঢাকার কারওয়ান বাজারের কাছে অফিস থেকে শনিবার রাতে বেরনোর পরই তাঁকে স্থানীয় কয়েকজন ঘিরে ধরে বলে অভিযোগ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুন্নি সাহাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের কার্যালয় নিয়ে যায় বলে জানা যায়। শোনা যায়, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে সাংবাদিকের ঘনিষ্ঠরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে পুলিশ মুন্নি সাহাকে গ্রেপ্তারির কথা অস্বীকার করে জানায়, নিরাপত্তার স্বার্থেই তাঁকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। যদিও পুলিশ জানিয়েছে, সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি জামিনের আবেদন করার প্রতিশ্রুতি দেওয়ায় ছাড়া হয়েছে।
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের পর বাংলাদেশে ইসকনের আরও তিন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁরা জেলবন্দি হয়েছেন বলে খবর। লাগামছাড়া হিন্দু নিপীড়নের তীব্র প্রতিবাদ করেছে ইসকন কর্তৃপক্ষ। রবিবার বিশ্বজুড়ে কীর্তন, প্রার্থনা, ধর্মসভার মধ্যে দিয়ে বাংলাদেশে হিন্দু ধর্মের নিরাপত্তার দাবি তোলা হবে বলে খবর ইসকন সূত্রে।