সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুসের বাংলাদেশে আরও এক হিন্দু ব্যক্তি খুন! ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন ৪২ বছরের বজেন্দ্র বিশ্বাস। এক সহকর্মী নিরাপত্তাকর্মী তাঁকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ। গত দুই সপ্তাহে পদ্মাপাড়ে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু 'খুনে'র ঘটনা সামনে এল। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, আনসার হল বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী।
সোমবার সন্ধে পৌনে ৭টা নাগাদ ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই হত্যাকাণ্ড ঘটে! বজেন্দ্র বিশ্বাস বাংলাদেশের আধাসামিরক বাহিনী আনসারের সদস্য ছিলেন। বজেন্দ্র এবং খুনে অভিযুক্ত নোমান মিয়া একই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়না অনুযায়ী, কারখানার ভিতরে দুই নিরাপত্তাকর্মীর মধ্যে কথাবার্তা চলছিল। এক সময় মজা করছেন এমন কায়দায় বজেন্দ্রের দিকে লাইসেন্সপ্রাপ্ত শটগান তাক করেন নোমান। এরপর গুলি চলার শব্দ হয়। বজেন্দ্রর বাঁ পায়ের উরুতে গুলি লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট থানার পুলিশকর্তা মহম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত শটগানটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত নোমানের দাবি, অসাবধানতার জেরে এই ঘটনা ঘটেছে। যদিও তাঁর দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
