shono
Advertisement
Bangladesh

হাসিনার বিরুদ্ধে তদন্তের রিপোর্ট জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আওয়ামির নাম মুছতে তৎপর ইউনুস সরকার

'জুলাই গণ-অভ্যুত্থানে' সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:55 PM May 12, 2025Updated: 07:55 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনের দোহাই দিয়ে বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের সরকার। এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হল। হাসিনার পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে প্রাক্তন আওয়ামি সরকারের একাধিক সাংসদ-মন্ত্রীদের। নিষিদ্ধ করার ফলে কোনও কার্যক্রম দেখা দিলেই আওয়ামির সদস্যদের গ্রেপ্তারি শুরু হবে। এবার শুরু হবে বিচার প্রক্রিয়া। সবরকমভাবে আওয়ামি লিগের কোমর ভেঙে দিতে প্রস্তুত ইউনুস সরকার।

Advertisement

গত বছরের 'জুলাই গণ-অভ্যুত্থানে'র সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। হাসিনার পাশাপাশি এই মামলায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও গণ-অভ্যুত্থানের সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ-অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হাসিনার বিরুদ্ধে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিনবার বাড়ানো হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দু'মাস বাড়ানো হয়। আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। অবশ্য এর আগেই প্রতিবেদন জমা দিল তদন্ত সংস্থা।

এদিকে, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর-সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়ায় মামলায় (মিস কেস) হাসিনা-সহ ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বেড়েছে। আগামী ১২ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। ৯ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জন পলাতক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্ত্রাসবিরোধী আইনের দোহাই দিয়ে বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের সরকার।
  • এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হল।
  • হাসিনার পাশাপাশি মামলায় আসামি করা হয়েছে প্রাক্তন আওয়ামি সরকারের একাধিক সাংসদ-মন্ত্রীদের।
Advertisement