ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত ৬৮, অরুন্ধতী ২৭)
শ্রীলঙ্কা: ১৬০-৭ (হাসিনি পেরেরা ৬৫, ইমেশা ৫০)
ভারত ১৫ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। ২০২৫ সালটা অবশ্য ভারতের মেয়েদের জন্য আগাগোড়াই ভালোর বছর। একাধিক সিরিজে ভালো পারফরম্যান্স। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে বেগ দেওয়া। সর্বোপরি ওয়ানডে-তে বিশ্বজয়। এ হেন বছরের শেষটাও টিম ইন্ডিয়া করল স্বপ্নের মতোই। প্রতিবেশী শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে চুনকাম করলেন হরমনপ্রীরা।
মঙ্গলবার তিরুঅনন্তপুরমে ভারতের মেয়েরা জিতলেন ১৫ রানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং ৪৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস খেললেন। শেষ দিকে অমনজ্যোত কৌর (১৮ বলে ২১) এবং অরুন্ধুতী রেড্ডি (১১ বলে ২৭) ভালো ইনিংস খেলায় লড়াকু স্কোরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ভালো লড়াই করলেও শেষমেশ ১৫ রানে হারল শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তুলল। লঙ্কা ব্রিগেডের হয়ে হাসিনি পেরেরা ৪২ বলে ৬৫ এবং ইমেশা দুলানি ৩৯ বলে ৫০ রান করলেন।
এদিন ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ৬ বোলার। এদিনের উইকেটের সুবাদে অলরাউন্ডার দীপ্তি শর্মা নাম লেখালেন ইতিহাসের খাতায়। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট এখন তাঁর দখলে। আপাতত তাঁর উইকেট সংখ্যা ১৫২।
এদিনের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতল ভারত। সিরিজের পাঁচ ম্যাচেই কার্যত হেলায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এই নিয়ে তৃতীয়বার ৫ ম্যাচের সিরিজে কোনও দলকে হোয়াইটওয়াশ করলেন হরমনপ্রীতরা। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২৪ সালে বাংলাদেশকে ৫-০ চুনকাম করে হারিয়েছিল ভারত।
