shono
Advertisement
Md Yunus

'মহোৎসবের নির্বাচন', ফেব্রুয়ারিতে বাংলাদেশের ভোট নিয়ে নতুন বার্তা ইউনুসের

'আসন্ন নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে', বললেন ইউনুস।
Published By: Tiyasha SarkarPosted: 08:41 PM Sep 14, 2025Updated: 08:41 PM Sep 14, 2025

সুকুমার সরকার, ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাশ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। স্থায়ী সরকার পেতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ওপার বাংলায়। সেই নির্বাচন 'মহোৎসবের নির্বাচন' হবে বলেই এদিন বার্তা দিলেন মহম্মদ ইউনুস।

Advertisement

রবিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন-এর বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকে তিনিই সভাপতিত্ব করেন। জুলাই সনদের আইনি বিষয় ও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়। সেখানেই তিনি বলেন, "এই নির্বাচন হবে 'মহোৎসবের নির্বাচন'। এর মধ্যেদিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।’

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকেও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়। তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে সেদিন উপনীত হওয়া সম্ভব হয়নি। কমিশনের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং তা গণতন্ত্র ও সুশাসনের দীর্ঘমেয়াদি রোডম্যাপ। তবে এর সফল বাস্তবায়নে প্রয়োজন সর্বস্তরের রাজনৈতিক ঐকমত্য। আর এই জুলাই সনদ নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য লেগেই রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাশ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে।
  • স্থায়ী সরকার পেতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ওপার বাংলায়।
  • সেই নির্বাচন 'মহোৎসবের নির্বাচন' হবে বলেই এদিন বার্তা দিলেন মহম্মদ ইউনুস।
Advertisement