সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবের মুখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ক্ষততে প্রলেপের চেষ্টা! মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের এক সভা চলছিল। সভায় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবছর গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা হাজার খানেক বেড়েছে। সমস্ত মণ্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন ইউনুস।
এর আগে, সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। তাঁরা সকলে ইউনুসকে নিজেদের পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। হিন্দু ধর্মীয় নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টাও বলেন, ''আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। দুর্গাপূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।'' আশ্বাস দেন পুজো পরিদর্শনে যাওয়ার।
তবে একদিনের মধ্যেই ঢাকার প্রাচীন ঢাকেশ্বরী মন্দিরে চলে যাবেন ইউনুস, তা কেউই ভাবতে পারেননি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তিনি পৌঁছন ঢাকেশ্বরী মন্দিরে। দুর্গাপুজোর মরশুমে এখানে পাঁচদিন ধরে ধুমধাম করে উৎসব পালন করা হয়। দেশের হিন্দুরা যোগ দেন শারদোৎসবে। সেই কারণে হিন্দুদের সঙ্গে জনসংযোগের উদ্দেশে ইউনুস ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। সেখানে হিন্দুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রস্তুতির কথাও জানতে চান ইউনুস। বদলের বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, বারবার জামিন খারিজ হওয়ার মতো ঘটনায় সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তার পরপরই বাংলাদেশে দুর্গাপূজার আয়োজন এবং ঢাকেশ্বরী মন্দির সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
