shono
Advertisement
Bangladesh

হাসিনার পতনে পালাবদল, সচিবালয়ের ‘বিএনপিপন্থী’ আধিকারিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে

২০ জন সহকারী সচিবকে মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 10:27 AM Aug 08, 2024Updated: 11:54 AM Aug 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনার পতন হতেই সচিবালয়ে ‘বিএনপিপন্থী’ আধিকারিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সূত্রের খবর, আওয়ামি জমানায় পদোন্নতি না হওয়া ২০ জন সহকারী সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের কয়েকজন গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন বলেও জানা গিয়েছে। তাঁরা এখন সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত। যদিও তাঁদের ব্যাচমেটরা কেউ এখন সচিব, কেউ অতিরিক্ত সচিব, কেউ যুগ্ম সচিব।

Advertisement

হাসিনার পতনের পরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। অরাজক দেশে হিংসার বলি হয়েছেন অসংখ্য মানুষ। চলেছে লুঠতরাজ। এইসঙ্গে থমকে গিয়েছে প্রশাসনিক কার্যক্রম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এখনও স্বাভাবিক হয়নি। গত কয়েক দিন মন্ত্রণালয়ে উপস্থিতি খুবই কম। বিভিন্ন মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক ভালো ছিল। এর মধ্যেই পালাবদলের ইঙ্গিতও মিলছে।

 

[আরও পড়ুন: বিমায় জিএসটি নিয়ে অনড় কেন্দ্র! দায় এড়িয়ে বিরোধীদেরই দুষলেন নির্মলা

এতদিন মন্ত্রণালয়ে যাঁরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সরকার পতনের পর থেকে আওয়ামি ঘনিষ্ট তাঁরা অফিসে আসছেন না। অন্যদিকে মন্ত্রণালয়ের রুটিন কাজ করতে বিএনপিপন্থী আধিকারিকাদের জনপ্রশাসনে দায়িত্ব দিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর বাইরেও বেশ কিছু কর্মকর্তার পদোন্নতির নোটিস জারি করা হয়েছে। এতদিন পদোন্নতি হয়নি এমন এক আধিকারিক বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিংবা বিভাগীয় মামলা রয়েছে, তাঁদের বাইরে অন্যদের পদোন্নতি পাবেন, জনপ্রশাসনসচিব তাঁদের আস্বস্ত করেছে।

 

[আরও পড়ুন: জেলে কেজরিওয়াল, স্বাধীনতা দিবসে দিল্লিতে পতাকা উত্তোলনে অতিশী! আপত্তি বিজেপির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাসিনার পতনের পরে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে।
  • এতদিন মন্ত্রণালয়ে যাঁরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সরকার পতনের পর থেকে আওয়ামি ঘনিষ্ট তাঁরা অফিসে আসছেন না।
Advertisement