shono
Advertisement
Tarique Rahman

চোখে জল, বাবা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আবেগে থরথর তারেক

১৭ বছর পর স্বদেশে তারেকের প্রত্যাবর্তনে এক মণ মিষ্টি বিতরণ ছাত্রদলের।
Published By: Sucheta SenguptaPosted: 09:05 PM Dec 26, 2025Updated: 09:09 PM Dec 26, 2025

সুকুমার সরকার, ঢাকা: চোখের নিমেষে কেটে গিয়েছে দেড় যুগেরও বেশি। ১৭ বছর পর দেশে ফিরে বাবা তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মেজর জিয়া বা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অশ্রুসজল হয়ে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জলভরা চোখে বাবাকে শ্রদ্ধা জানালেন তিনি। লন্ডনে ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন, শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান খালেদাপুত্র। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধাজ্ঞাপনের পর তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন, তাঁকে চোখ মুছতে দেখা যায়।

Advertisement

এদিন বাবার কবরে শ্রদ্ধা জানাতে গেলেও রাস্তায় তাঁর সমর্থনে জনস্রোতের জন্য সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়নি তারেকের। তাই সেসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারেক বিকেল ৫টা ৬ মিনিট নাগাদ পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও উপস্থিত ছিলেন।

১৯৮১ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তখন তারেক রহমানের বয়স ১৬ বছর। ২০১৫ সালে নির্বাসনে থাকাকালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও হারান তারেক রহমান। মায়ের পাশাপাশি তাঁরা দুই ভাই ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন, ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান ইংল্যান্ড এবং আরাফাত রহমান মালয়েশিয়ায় গিয়েছিলেন।

লন্ডনে ১৭ বছর কাটিয়ে বৃহস্পতিবার ফেরার পর লাখ লাখ বিএনপি সমর্থকের সমাগমের মধ্যে পূর্বাচলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন দলটির ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমান। সেখান থেকে তিনি যান ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে। এরপর রাত কাটান গুলশানে তাঁর জন্য তৈরি করা বাড়িতে। বৃহস্পতিবারের মতোই কড়া নিরাপত্তার মধ্যে বুলেটগ্রুফ বাসে শুক্রবার দুপুরের পর গুলশানের বাড়ি থেকে বেরিয়ে জিয়া উদ্যানে যান তারেক। তাঁর কর্মসূচি ঘিরে আজও ছিল নেতা–কর্মীদের ভিড়। তারেক রহমানও বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বদেশে ফিরে বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদাপুত্র তারেক রহমান।
  • রাজধানী ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন।
  • তারেকের প্রত্যাবর্তনে এক মণ মিষ্টি বিতরণ ছাত্রদলের।
Advertisement