নিজস্ব সংবাদদাতা, ঢাকা: শেষ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। গত বছর বাংলাদেশের ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। কেবল গত বছরের আন্দোলনই নয়, ভাষা আন্দোলন থেকে নানা রাজনৈতিক অভ্যুত্থানের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক ভাবেই ওয়াকিবহাল মহলের নজর রয়েছে এই দিকে। এদিনের ভোটে কারচুপির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটেয়। আপাতত অপেক্ষা ফলাফলের। জানা গিয়েছে, চারটের পর কাউকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তবে কেন্দ্রের ভেতরে যাঁরা লাইনে ছিলেন তাঁরা ভোট দিয়েছেন। এদিনের ভোটে প্রাণহানির ঘটনাও ঘটেছে। মৃত্যু হয়েছে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের।
ঠিক কী হয়েছিল? খবরে প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে থাকার সময় বেলা দেড়টা নাগাদ তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, স্বচ্ছভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে এদিন। বেলা তিনটে নাগাদ সেনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ''ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে। তবে কার্জন হলে একটা ছোট সমস্যা হলেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।'' উল্লেখ্য, কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়া হয়েছিল। পরে পোলিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।
যদিও ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, নির্বাচনে বেশ কয়েকটি সমস্যা হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। বরং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচনে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল হাসান।
ডাকসুতে এবার মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।
