shono
Advertisement
Mushfiqur Rahim

পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়, বন্যা দুর্গতদের ম্যাচ সেরার অর্থদান মুশফিকুরের

প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১৯১ রান বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।
Published By: Arpan DasPosted: 04:40 PM Aug 25, 2024Updated: 06:09 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম দুরন্ত ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলে যান। জয় পেতে সেটাই বড় ভিত তৈরি করে দিয়ে যায়। ম্যাচ জেতার পরেও চমক বাকি ছিল মুশফিকুরের। তিনি জানিয়ে গেলেন, ম্যাচ সেরার পুরস্কার দান করবেন বাংলাদেশের বন্যা দুর্গতদের উদ্দেশ্যে। একই পথে হাঁটলেন লিটন দাসও।

Advertisement

বাংলাদেশে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত। বহু মানুষের জীবন এখনও সংকটের মধ্যে। সেই উদ্দেশ্যে অর্থসাহায্য তুলছেন সাধারণ মানুষ। সেখানে এবার সামিল হলেন মুশফিকুরও। পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পাশাপাশি নিজের দেশের বন্যা দুর্গতদের পাশেও দাঁড়ালেন। ম্যাচের পর তিনি বলেন, "আমি এই পুরষ্কারমূল্য বাংলাদেশের বন্যাবিধ্বস্ত মানুষদের জন্য দান করতে চাই। সেই সঙ্গে আমি দেশের সবাইকে অনুরোধ করব, যাঁদের সামর্থ্য আছে তাঁরা এগিয়ে আসুন।"

এর আগে এই টেস্টে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন মুশফিকুর। সেই দেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে শতরান করেছেন। তার সঙ্গে ঐতিহাসিক জয়। ৩৭ বছর বয়সি ক্রিকেটার বলছেন, "সত্যি বলতে, আমি নিজেকে বয়স্ক বা অভিজ্ঞ ক্রিকেটার বলে আলাদা কিছু ভাবি না। আমার কাছে সৌভাগ্য এটাই যে, দেশের হয়ে আরেকটা টেস্ট খেলছি। আমার কাছে নিজের ১০০ শতাংশ দেওয়া। আমি যদি সেরাটা দিই, তাহলে বাকিরাই অনুপ্রেরণা পাবে। সেটাই আমাকে এগিয়ে রাখে।" লিটন দাসও 'এনার্জেটিক' ক্রিকেটার হওয়ার পুরস্কারমূল্য দান করার কথা ঘোষণা করেছেন। 

[আরও পড়ুন: ‘আমার কাজ সহজ করে দিয়েছ’, শিখরকে বার্তা রোহিতের, ‘গব্বরে’র চেনা হাসি মিস করবেন বিরাটও]

দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে প্রতিপক্ষকে দুরমুশ করলেন শাকিব আল হাসানরা। ২৪ বছরে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট জিতল বাংলাদেশ। প্রতিকূলতার মধ্যেই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। এর আগে সবমিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে তারা। মাত্র একবার ড্র হয়েছে দুই দলের খেলা। বাকি প্রত্যেকবারই পাকিস্তান জিতেছে।

[আরও পড়ুন: ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের, লিগে এখনও অপরাজিত লাল-হলুদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম।
  • প্রথম ইনিংসে মুশফিকুর রহিম দুরন্ত ১৯১ রানের দুরন্ত ইনিংস খেলে যান।
  • জয় পেতে সেটাই বড় ভিত তৈরি করে দিয়ে যায়। ম্যাচ জেতার পরেও চমক বাকি ছিল মুশফিকুরের।
Advertisement