সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর। গভীর রাতে নদিয়ার ভীমপুরের রাঙিয়া পোতা ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলির লড়াই। তাতে প্রাণ যায় অবৈধ অনুপ্রবেশকারীর। তার কাছ থেকে এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ, বুধবার রাতে বাংলাদেশের বেশ কয়েকজন যুবক ভীমপুর থানার রানিয়া পোতা বিওপি অধীনস্থ এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। তখন ওই এলাকায় কর্মরত এক বিএসএফ জওয়ান বাধা দেন। তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই অনুপ্রবেশকারীরা। বিএসএফ জওয়ান গুলি চালাতে শুরু করেন। পালানোর সময় গুলিতে জখম হয় এক দুষ্কৃতী। পরে আরও বিএসএফ জওয়ান ঘটনাস্থলে পৌঁছন। ওই এলাকার তল্লাশির সময় ঝোপের মধ্যে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
[আরও পড়ুন: রাজ্যের দুই প্রান্তে জোড়া দুর্ঘটনা, হুগলিতে প্রাণ গেল যুবকের, জলপাইগুড়িতে বাসে আগুন জনতার]
তাকে উদ্ধার করে বিএসএফ। মৃতদেহের আশপাশে তল্লাশি চালিয়ে এক বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। অনুপ্রবেশকারীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্তে হবে তার। গুলি ওই অনুপ্রবেশকারীর পায়ে লাগে। বিএসএফের পক্ষ থেকে ভীমপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ওই যুবকের সঙ্গে আর কারা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।