সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গদর ২’ সাফল্যের মাঝেই মাথায় বজ্রাঘাত সানি দেওলের। ঋণ না দিতে পারার মাশুল গুনতে হল অভিনেতাকে। নিলামে উঠল সানি দেওলের সাধের ‘জুহু ভিলা’। একদিকে বক্সঅফিসে যখন বিজয়রথ ছোটাচ্ছেন সানি, ঠিক সেই সময়েই এল দুঃসংবাদ!
পশ্চিম মুম্বইয়ের জুহুতে বিশালাকার বিলাসবহুল বাংলো রয়েছে সানি দেওলের। সাধের সেই বাংলো জুড়ে কতই না স্মৃতি দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলল নামজাদা বেসরকারি ব্যাংক। কারণ ঋণ শোধ করতে পারেননি সানি দেওল।
সূত্রের খবর, ব্যাংকের থেকে ৫৬ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। কিন্তু শোধ করতে পারেননি। ফাঁপড়ে পড়ে এবার সানির কাছ থেকে সুদ-সমেত ঋণ শোধ করতে অভিনেতার জুহুর প্লাস সাইজ বাংলোকেই হাতিয়ার করল বেসরকারি ওই ব্যাংক। জুহুর গান্ধিগ্রাম রোডে ৫৯৯.৪৪ স্কোয়ার মিটার জায়গার উপর অবস্থিত ওই ভিলা।
[আরও পড়ুন: ‘ভক্তদের থেকে ভাইরাস ছড়ায়’! সানি দেওলের ড্যামেজ কন্ট্রোলে বেফাঁস কঙ্গনা, শুনলেন পালটা কটাক্ষ]
রবিবার জাতীয় স্তরের এক সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে ‘গদর ২’ অভিনেতার আসল নাম- অজয় সিং দেওল। জুহুর ওই বাংলোর নামকরণও বলিউড তারকার নামেই- সানি ভিলা। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর কর্পোরেট গ্যারেন্টার হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেড-এর।