সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: RBI ব্যাংক ও অন্য ঋণদানদানকারী সংস্থাগুলির জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে শুক্রবার। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে, ঋণ নেওয়ার সময় গ্রহীতার সামনে ‘লোন রিসেট’ করার মুহূর্তে ফ্লোটিং নাকি ফিক্সড, এই অপশন রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ, ব্যাংক ও ঋণদাতা সংস্থাগুলিকে একই হারে ইএমআই, মেয়াদ বাড়ানোর জন্য এবং মেয়াদের সময় যে কোনও সময় পুরো অর্থ বা এর একটি অংশ অগ্রিম পরিশোধ করার বিকল্প রাখতেও বলা হয়েছে।
আর কী বলা হয়েছে আরবিআইয়ের গাইডলাইনে?
ইএমআই বৃদ্ধি, মেয়াদ বাড়ানো অথবা দুটিকেই একসঙ্গে বাছার বিকল্প দিতে হবে।
[আরও পড়ুন: চাইলেই ভাড়াটেদের সরানো যাবে না, পাবেন নতুন বাড়িতে জায়গাও, নয়া আইন পুরসভার]
ঋণ নেওয়ার পর যে কোনও সময় পূর্ণ বা আংশিক ভাবে আগেই তা শোধ করা যাবে।
রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের ফলে গৃহঋণে ফ্লোটিং রেট থেকে ব্যক্তিগত ঋণে প্রভাব পড়বে। ওই গাইডলাইনে বর্তমান ও নতুন ঋণের ক্ষেত্রে এই পদক্ষেপের জন্য ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ব্যাংক ও ঋণদাতা সংস্থাগুলিকে।