অর্ণব আইচ: কলকাতায় বাঁকুড়ার নার্সিং ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশের দ্বারস্থ পরিবার। ছাত্রীর প্রেমিকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। অভিযোগ, তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে অভিযুক্ত যুবক।
ঘটনার সূত্রপাত ২৫ সেপ্টেম্বর। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। তাঁর নাম মল্লিকা দাস। বাঁকুড়ার বাসিন্দা তিনি। আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন। পড়াশোনার সূত্রে পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে ভাড়াবাড়িতে থাকতেন পড়ুয়া। আরও বেশ কয়েকজন ওই ভাড়াবাড়িতে থাকতেন। ঘটনার দিন রাতে খাবারদাবার খাওয়ার পর একটি ফোন আসে তাঁর। দীর্ঘক্ষণ ধরে ফোনে কথা বলেন। তারপর মনমরা হয়ে যান। পরেরদিন সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সকলে। তা দেখে কার্যত চমকে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
[আরও পড়ুন: বেড়েছে কাঁচামালের দাম, কমেছে চাহিদা, পুজোর আগে মাথায় হাত শোলাশিল্পীদের]
সেই ঘটনায় এবার ছাত্রীর প্রেমিক প্রিয়ব্রত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন মৃতার বাবা। তাঁর অভিযোগ, মেয়েকে মানসিক চাপ দিত তাঁর প্রেমিক। সেই কারণেই আত্মহত্যা করেছেন ছাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬/৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।