shono
Advertisement

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর রাজ্য জয়েন্টেও বাঁকুড়ার জয়জয়কার, মেধাতালিকায় ২ পড়ুয়া

সন্তানেরা মেধাতালিকায় জায়গা পাওয়ায় খুশি অভিভাবকেরা।
Posted: 09:36 PM May 26, 2023Updated: 09:36 PM May 26, 2023

টিটুন মল্লিক, বাঁকুড়া:  মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তাকলাগানো ফলাফল বাঁকুড়া জেলার। শুক্রবার বেলা আড়াইটের সময় জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণার সময় জানা যায়, এবারের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন বাঁকুড়ার দুই পড়ুয়া। একজন সারা মুখোপাধ্যায় এবং অন্যজন সাগ্নিক নন্দী। একমাত্র ছাত্রী হিসাবে সারাই রয়েছেন এবারের জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশের তালিকায়। দখল করে নিয়েছেন তৃতীয় স্থান। অন্যদিকে সাগ্নিক রয়েছেন মেধাতালিকার অষ্টম স্থানে।

Advertisement

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায়। বরাবরই স্কুলে মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত। একইসঙ্গে বিশ্বাস করেন কঠোর অধ্যাবসায়েও। দশম শ্রেণি পর্যন্ত কোনও গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই পড়াশোনা করতেন সারা। উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৭১। দিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স এগজাম (মেন)-এর পরীক্ষাও। সেখানেও চোখ ধাঁধানো রেজাল্ট সারার। ছিলেন প্রথম দশের তালিকায়। ছিল ৯৯.৯৪ পার্সেন্টাইল। শুধু পড়াশোনা নয়, স্কুলের শিক্ষক-শিক্ষিকার পরামর্শে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পছন্দ করতেন সারা। তাঁর এই আগ্রহ এবং পরিশ্রমের সাহায্যেই ব্যাঙ্গালরের ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এ ভরতি হওয়ার সুযোগ করে নিয়েছেন সারা। উত্তীর্ণ হয়েছেন পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, গণিতের জাতীয় অলিম্পিয়াডেও।

[আরও পড়ুন: বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের পর আসরে অভিষেক, কুড়মি বিক্ষোভ নিয়ে ফোন মুখ্যমন্ত্রীকে]

মেধাবী পড়ুয়া হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সংবর্ধনাতেও সম্মানিত হয়েছেন সারা। আইআইএসসি, বেঙ্গালুরু ছাড়া স্বপ্ন রয়েছে আইআইটি মুম্বই থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার। তবে অবসরে আর পাঁচ জনের মতোই সারা ভালবাসেন টিভি দেখতে, গল্পের বইয়ে ডুব দিতে অথবা নাচকে সঙ্গী হিসাবে বেছে নিতে। বাবা ব্যবসায়ী, মা স্বাস্থ্যকর্মী। একমাত্র সন্তান মেধাতালিকায় জায়গা করে নেওয়ায় কার্যত আনন্দে উচ্ছসিত এই মুখোপাধ্যায় দম্পতি।

অন্যদিকে, মেধাতালিকার অষ্টম স্থান রয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। বাড়ি বাঁকুড়া জুনবেদিয়া এলাকায়। বরাবরই ভাল ছাত্র তিনি-ও। উচ্চমাধ্যমিকে তাঁর ঝুলিতে ছিল ৪৮৩ নম্বর। জয়েন্ট পরীক্ষা ভাল হওয়ায় আশা ছিল ফল ভালই হবে। তবে শুক্রবার নিজের রেজাল্ট দেখে রীতিমত বাক্যহারা সাগ্নিক! ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহ থাকায় ভবিষ্যতে ভর্তি হতে চান কোনও আইআইটিতে। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার প্রস্তুতিতেই আপাতত ব্যস্ত সাগ্নিক।

[আরও পড়ুন: প্রয়াত উত্তম-সুচিত্রার সহ-অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার