shono
Advertisement
Javed Akhtar

'আল্লাহর চেয়ে মোদি ভালো', ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে স্পষ্ট বার্তা জাভেদ আখতারের

'পুরোটাই আস্থা নামের এক প্রমাণহীন মিথ্যার উপর নির্মিত', তোপ জাভেদের।
Published By: Amit Kumar DasPosted: 04:50 PM Dec 21, 2025Updated: 06:59 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে সপাটে ছয় হাঁকালেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। তাঁর স্পষ্ট বার্তা, আল্লাহর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো। তাঁকে কিছু প্রশ্ন তো করা যায়। আল্লাহকে তো কোনও প্রশ্নই করা যায় না। পুরোটাই আস্থা নামের এক প্রমাণহীন মিথ্যার উপর নির্মিত। জাভেদের এই মন্তব্য রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

'Does God Exits?' বা ঈশ্বরের অস্তিত্ব আছে কী? এই বিষয়ের উপর শনিবার এক বিতর্কসভার আয়োজন করে সংবাদমাধ্যম 'দ্য লাল্লনটপ'। সেখানে অংশ নিয়েছিলে গীতিকার জাভেদ আখতার ও ইসলাম বিশেষজ্ঞ মুফতি শমাইল নদভি। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই বিতর্ক সভায় আস্থা, নৈতিকতা, মানবিকতার অবক্ষয়ের মতো একাধিক বিষয় উঠে আসে। এখানেই বক্তব্য রাখতে গিয়ে গাজা যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন জাভেদ। বলেন, ''যদি আপনি (ঈশ্বর) সর্বশক্তিমান হন, সর্বত্র আপনার উপস্থিতি হয়, তাহলে গাজাতেও আপনি রয়েছেন। সেখানে বোমার আঘাতে শিশুদের ছিন্নভিন্ন হওয়া শরীর দেখেছেন। তারপরও ঈশ্বর কিছুই করেননি। এরপরও আপনি (ঈশ্বর) চাইছেন আপনার উপর আমি বিশ্বাস রাখি?" এই প্রসঙ্গেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে জাভেদ বলেন, "ওনার চেয়ে তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো। তিনি কিছু তো খেয়াল রাখেন।"

এর পাশাপাশি ধর্মের নামে হিংসার প্রসঙ্গ তুলে জাভেদ জানতে চান কেন আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না? তাঁর প্রশ্ন, "এটা কেমন ধারার খুদা (আল্লাহ) যিনি শিশুদের বোমা হামলায় মরতে দেখেন? যদি তিনি থাকেন এবং এই সব কিছু হতে দেখেন তাহলে ওনার না থাকাটাই শ্রেয়।" এর জবাবে মুফতি আল্লাহকে নির্দোষ বলে উল্লেখ করে বলেন, "আল্লাহ খারাপ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি নিজে খারাপ নন। হিংসা, ধর্ষণ-সহ অন্যান্য অপরাধ মানুষের বেছে নেওয়া। তাঁর অস্তিত্ব নিয়ে বিতর্কে বিজ্ঞান এবং ধর্মগ্রন্থ কোনও মানদণ্ড হতে পারে না। বিজ্ঞান ভৌতজগতের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর এর বাইরে।"

আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশ্বাস (Belief) বনাম আস্থা (Faith)। জাভেদ বলেন, বিশ্বাস বিষয়টি প্রমাণ, তর্ক ও সাক্ষ্যের উপর নির্ভরশীল। কিন্তু আস্থা কোনও প্রমাণ ছাড়াই স্বীকার করে নেওয়ার দাবি রাখে। যেখানে প্রমাণ নেই, তর্ক নেই, সাক্ষ্য নেই অথচ সব মেনে নেওয়ার কথা বলা হচ্ছে সেটাই আস্থা। এরা প্রশ্ন করতে দেয় না। যা ভয়ংকর বিপজ্জনক। এটা এক ধরনের মাদকাশক্তি। যেমন, অ্যালকোহল ওষুধে ব্যবহার হয় পরিক্ষিত সত্য প্রতিদিন পরিমিত সুরাপান স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সেটা পরিমিত থাকে না। একটা সময় মানুষ মদ্যপ হয়ে ওঠে। এটাই হল ধর্মীয় মৌলবাদ।

ঈশ্বরের অস্তিত্বকে ঝেড়ে ফেলে জাভেদ বলেন, ''প্রকৃতিতে ন্যায় বলে কিছু নেই। বাঘ হরিণ খেতে সেই হরিণ হত্যার ন্যায়বিচার পায় না। নৈতিকতা ট্র্যাফিক নিয়মের মতো। সমাজের জন্য প্রয়োজনীয়, ফলে মানুষ তা সৃষ্টি করেছে। কিন্তু প্রকৃতিতে এর কোনও অস্তিত্ব নেই।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে সপাটে ছয় হাঁকালেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার।
  • তাঁর স্পষ্ট বার্তা, আল্লাহর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো।
  • 'পুরোটাই আস্থা নামের এক প্রমাণহীন মিথ্যার উপর নির্মিত', তোপ জাভেদের।
Advertisement