সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী বাজাতে পারে বাবা? মা স্বপ্নাকে প্রশ্ন করে বসে ছোট্ট মদন। বাঁশি। ছেলের মন রাখতে বলে দেন মা। কিন্তু বাবা সদাশিবের তো সুরের সঙ্গে দূর-দূরান্তের সম্পর্কও নেই! তাহলে কী হবে? ছেলের সামনে মায়ের কথা তো রাখতে হবে। তাই বাঁশি শেখার তোড়জোর শুরু করে দেয় সদাশিব। কঠিন এই কাজে কি সফল হয় সে? প্রশ্নের উত্তর মিলবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) অভিনীত ‘বাঁশুরি’ (Bansuri film) ছবিতে। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
[আরও পড়ুন: বিয়ের মাস খানেকের মধ্যেই অন্তঃসত্ত্বা দিয়া মির্জা, পোস্ট করলেন বেবি বাম্পের ছবি]
বহুদিন বাদে হিন্দি সিনেমায় দেখা গেল ঋতুপর্ণাকে। এর আগে ‘ম্যায়, মেরি পত্নী অওর ও’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘মিত্তল ভার্সেস মিত্তল’, ‘ডু নট ডিসটার্ব’, ‘ম্যায় ওসামা’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। এই প্রথমবার অনুরাগের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। চরিত্রের ধাঁচও অন্যরকম বলেই মনে হচ্ছে ট্রেলার দেখে। পরিচালক-প্রযোজকের পাশাপাশি অভিনেতা হিসেবেও নজর কেড়েছেন অনুরাগ। কিছুদিন আগেও ‘একে ভার্সাস একে’ ছবিতে অনিল কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন। দু’জনের ছেলে মদনের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অঙ্কন। মান সিংয়ের চরিত্রে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী মারাঠি অভিনেতা উপেন্দ্র। হীরালাল মিশ্রর চরিত্রে অভিনয় করেছেন মাসুদ আখতার। অ্যালবার্টের চরিত্রে রয়েছেন দানিশ হুসেন। মালার চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ‘মেড ইন হেভেন’ খ্যাত মেহের মিস্ত্রি। মালার মায়ের ভূমিকায় রয়েছেন শতরূপা সান্যাল (Satarupa Sanyal)। ছবির এগজিকিউটিভ প্রোডিউসারও তিনি। সুরের দায়িত্ব সামলেছেন আরেক বাঙালি দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra)। ১৬ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ‘বাঁশুরি’।