shono
Advertisement

ভারতে কী না দেখতে পেয়ে দুঃখ মার্কিন প্রেসিডেন্টের মনে?

জানেন কোন দুঃখে জেরবার ওবামা৷ এই ভারতেই তার রয়েছে তার উত্তর৷ The post ভারতে কী না দেখতে পেয়ে দুঃখ মার্কিন প্রেসিডেন্টের মনে? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Oct 05, 2016Updated: 03:31 PM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাক হুসেন ওবামা- পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের তালিকায় উপরের সারিতেই উঠে আসে এই নাম৷ ‘জেড’-এর পরও যদি কিছু নিরাপত্তার ক্যাটেগোরি থাকে৷ তাহলে তার ঘেরাটোপেই থাকেন তিনি৷

Advertisement

কিন্তু দুই বার মার্কিন মসনদে বসেও ওবামার মনের কোনে রয়ে গিয়েছে একটি দুঃখ৷ যা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়৷ কী সেই দুঃখ? ভারতে এসেছেন, অথচ স্বচক্ষে তাজমহল দেখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট৷

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সৌজন্যে সারা বিশ্বের অনেক স্থানই দেখেছেন ওবামা৷ তবে মনের কোণে হামেশাই ইচ্ছে ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের দর্শন পাওয়া৷ ২০১৫ সালে যখন ভারতে এসেছিলেন৷ স্বপ্নপূরণের দোরগোড়ায় এসেও ফিরে যেতে হয়েছে তাঁকে৷

সেই সময় সৌদি আরবের রাজা আবদুল্লার প্রয়াণের কারণে সফর কাটছাঁট করে চলে যেতে হয় সেখানে৷ তাই আজও অধরাই রয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বপ্ন৷ প্রেমের এই প্রতীক তাঁর দেখা হবে কি না, সেতো ভবিষ্যতই বলবে৷ তবে আশা ছাড়ছেন না ওবামা৷

The post ভারতে কী না দেখতে পেয়ে দুঃখ মার্কিন প্রেসিডেন্টের মনে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement