সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকের সৌজন্যে লা লিগায় বার্সেলোনা ৩-০ গোলে উড়িয়ে দিল আলাভেসকে। ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বার্সা তারকা। সাত মিনিটে লেওয়ানডস্কি প্রথম গোলটি করেন। এরপর ২২ ও ৩২ মিনিটে পরপর আরও দুটি গোল করেন তিনি। শেষপর্যন্ত সেই ব্যবধানেই ম্যাচটি জেতে বার্সেলোনা। লিগ টেবিলে ২৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল।
অন্যদিকে জয়ের সরণিতে ফেরার ম্যাচে জোড়া চোট সঙ্গী হল রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা কাটিয়ে শনিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে ঘরের মাঠে জয়ের দিনে ভিনিসিয়াস জুনিয়র এবং কার্বাহালের চোট চিন্তা বাড়িয়েছে কোচ কার্লো আন্সেলোত্তির। মরশুমের শুরু থেকেই চোটে জেরবার রিয়াল। প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষে কার্বাহালের ডান পায়ের এসিএল-এ চোট লেগেছে। ফলে আপাতত কয়েকমাস তাঁকে ছাড়াই খেলতে হবে রিয়ালকে। ম্যাচের ৭৯ মিনিটে ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়াস। যা শুধু রিয়াল নয়, চিন্তা বাড়াচ্ছে ব্রাজিলেরও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আসন্ন ম্যাচে পাওয়া যাবে না তাঁকে।
লা লিগায় যদি দুই শক্তিশালী দলের জয়ের দৌড় চলছে, তখন ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্ন কিছুতেই কাটছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এদিন তারা গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। লিগে তারা পিছোতে পিছোতে ১৪ নম্বর স্থানে গিয়ে দাঁড়িয়েছে। সাতটি ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। তার পরও কোচ এরিক টেন হ্যাগ বলছেন, "এই নিয়ে চতুর্থবার আমরা কোনও গোল খাইনি। যেটা আমাদের দলের একতাই প্রমাণ করে।"
তবে আটকে গেল চেলসিও। তারা ১-১ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। অঘটনও ঘটেছে এদিন। দু'গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত টটেনহ্যাম ২-৩ গোলে হেরে যায় ব্রাইটনের কাছে। এদিকে, বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ ও ফ্রাঙ্কফুর্টের মধ্যে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। মাচ ড্র হলেও বায়ার্ন ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে প্রথম স্থানেই আছে।