ভেজা শরীরে স্নানঘরে কার্তিক, পরনে শুধুই তোয়ালে
মহিলা মহলে কার্তিকের বেশ জনপ্রিয়তা। এমন ছবি দেখলে তা হবে নাইবা কেন!
Tap to expand
সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে অপরিহার্য হয়ে উঠছেন কার্তিক আরিয়ান। মহিলা মহলে নায়কের বেশ জনপ্রিয়তা। এমন ছবি দেখলে তা হবে নাইবা কেন!
Tap to expand
ভেজা শরীরে স্নানঘরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন কার্তিক। শরীরে মেদের ছিটেফোঁটাও নেই। বলিউডের তরুণ তুর্কির এই বোল্ড মেজাজেই ঘায়েল ফিমেল ফ্যানেরা।
Tap to expand
পরিবারের সবাই ডাক্তার। কার্তিক নিজে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু চোখে তাঁর ছিল অভিনয়ের স্বপ্ন। মা-বাবাকে লুকিয়েই সিনেমার জন্য অডিশন দিতে যেতেন।
Tap to expand
প্রথম ছবি 'প্যায়ার কা পঞ্চনামা'তে সুযোগ পাওয়ার পরই বাড়িতে নিজের অভিনয় প্রেমের কথা জানান। এই ছবির সিক্যুয়েলেও কার্তিককে দেখা যায়।
Tap to expand
তবে গ্ল্যামার দুনিয়ায় কার্তিক নজর কাড়েন 'সোনু কে টিটু কি সুইটি' সিনেমার সাফল্যের পর। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তারকাকে।
Tap to expand
'ভুল ভুলাইয়া ২', 'ফ্রেডি', 'চন্দু চ্যাম্পিয়ন'-এর মতো সিনেমার মাধ্যমে সাফল্যের একের পর এক সিঁড়ি চড়ছেন কার্তিক। আগামীতে তাঁর হাতে রয়েছে 'ভুল ভুলাইয়া ৩'। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:20 PM Jul 20, 2024Updated: 04:20 PM Jul 20, 2024
মহিলা মহলে কার্তিকের বেশ জনপ্রিয়তা। এমন ছবি দেখলে তা হবে নাইবা কেন!