shono
Advertisement
Lok Sabha Election

'ভোট হোক শান্তির', বার্তা নিয়েই ডায়মন্ড হারবারে বর্ধমানের বাউল শিল্পী

১ জুন রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট।
Published By: Tiyasha SarkarPosted: 03:59 PM May 14, 2024Updated: 04:48 PM May 14, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শেষ দফায় ১ জুন রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট। রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। আর এই আবহে শান্তির বার্তা নিয়ে পূর্ব বর্ধমান থেকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) হাজির স্বপন বাউল।

Advertisement

পুরো নাম স্বপন দত্ত। বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। মঙ্গলবার সকালে সচেতনতার বার্তা নিয়ে শিল্পী হাজির ডায়মন্ড হারবার শহরে। কখনও রেলস্টেশনে, কখনও হুগলি নদীর বাঁধ ধরে, শহরের আনাচে কানাচে বাউল গানে ভোটে শান্তি ও সৌভ্রাতৃত্বের প্রচারকের ভূমিকায় নেমে পড়েছেন তিনি। তাঁর গানের কলিতে কলিতে ঝরে পড়ছে শান্তির বার্তা। গানের মাধ্যমে তাঁর বার্তা-সকাল সকাল ভোট দিন, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিন, কোনও মায়ের কোল যেন শূন্য না হয় ভোটের দিন। বাউলশিল্পী জানান, "বাউল চায় শান্তি। আর তাই ভোটের আবহে রাজ্য জুড়ে শান্তির জন্য প্রচারে নেমেছি।" মঙ্গলবার ক্যানিংয়ে প্রচার সেরে ডায়মন্ড হারবারে হাজির হয়েছেন এই বাউলশিল্পী। এরপর তিনি যাবেন উত্তর ও দক্ষিণ কলকাতায়। সেখানে শান্তির স্বপক্ষে প্রচার সেরে যাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। স্বপন বাউল আরও জানান, "ভোট হোক শান্তিতে। ভোটে কোনও মায়ের কোল যেন শূন্য না হয়। মানুষ ভাল থাকুক, শান্তিতে থাকুক-এটুকুই তাঁর প্রত্যাশা, আর কিছু নয়।"

[আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত ১০০ মহিলার পাশে রাজ্যপাল, শ্লীলতাহানি বিতর্কের মাঝেই অর্থসাহায্যের ঘোষণা]

প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য কেন্দ্রের মতোই ডায়মন্ড হারবার জুড়ে শাসক ও বিরোধী শিবিরের নেতা-কর্মীদের ব্যস্ততা তুঙ্গে। জোরকদমে চলছে প্রচার। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পর পর দু-দু'বারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অলিতে-গলিতে, চায়ের দোকানের আড্ডায় প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে চলছে অঙ্কের নানা হিসেবনিকেশ, খুঁটিনাটি রাজনৈতিক পর্যালোচনা। এহেন পরিস্থিতিতে স্বপন বাউলের বাউলগান ডায়মন্ড হারবার শহরে যেন একমুঠো খোলা হাওয়া!

[আরও পড়ুন: ৫ কোটি তোলা না পেয়ে দিল্লির গাড়ির শোরুমে গুলিবৃষ্টি! কলকাতা থেকে গ্রেপ্তার মাস্টারমাইন্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ দফায় ১ জুন রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট।
  • রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ।
  • আর এই আবহে শান্তির বার্তা নিয়ে পূর্ব বর্ধমান থেকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) হাজির স্বপন বাউল।
Advertisement