সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্রাটের চিরবিদায়। গোটা ফুটবল বিশ্বকে হতবাক করে ৭৮ বছরে প্রয়াত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (Franz Beckenbauer)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এবং গত রবিবার ঘুমের মধ্যেই নক্ষত্রলোকে পাড়ি দেন তিনি। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গেই বিশ্ব ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। গোটা বিশ্ব জুড়ে আপামর জনতা শোকস্তব্ধ। তাঁর প্রয়াণে বিশ্বের প্রথিতযশা ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন। শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bannerjee)। তিনি এক বার্তায় বলেছেন, ‘‘জার্মানির ফুটবলের কিংবদন্তি এবং আইকন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুতে শোকাহত। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কোচ হিসাবে তিনি চিরকাল বিবেচিত হবেন। বাংলা ও ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তাঁকে মিস করবে। তাঁরর পরিবার এবং বন্ধু-বান্ধব ও কোটি কোটি ভক্তের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’
ফুটবলার এবং কোচ হিসাবে তাঁর কৃতিত্ব কতটা, তা পরিসংখ্যানই বলে দেয়। দুই ভূমিকাতেই তিনি বিশ্বকাপ জিতেছেন। পরিসংখ্যান এবং সাফল্যের নিরিখে তাঁকে বিচার করা কঠিন। কারণ, বেকেনবাওয়ার এমন একজন ব্যক্তিত্ব, যিনি ফুটবলের প্রচলিত ধারণাকেই বদলে দিয়েছিলেন। বর্ণময় ফুটবল কেরিয়ারে ক্লাব ও দেশের হয়ে প্রচুর সাফল্য পেয়েছেন। ক্লাব ফুটবলে বিশেষ করে বায়ার্ন মিউনিখের হয়ে তাঁর সাফল্য এবং অবদান কল্পনাতীত। তাই প্রয়াত কিংবদন্তি ফুটবলারের অন্ত্যেষ্টিক্রিয়াও যাতে মনে রাখার মতো হয়, সেই প্রচেষ্টা করছে বায়ার্ন। শোনা যাচ্ছে বায়ার্নের প্রাক্তন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে ইতিমধ্যেই বর্তমান ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন।
[আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের আগে কোহলির সঙ্গে আলোচনায় নির্বাচকরা! বাড়ছে জল্পনা]
জার্মান সংবাদসংস্থা ‘বিল্ড’ জানাচ্ছে, জার্মানির সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের শেষকৃত্য যাতে ‘সর্বকালের সর্ববৃহৎ’ হয় তারজন্য এগিয়ে এসেছেন প্রাক্তন তারকা রুমেনিগে। কিংবদন্তি প্রাক্তন তারকা রুমেনিগে মনে করেন, জার্মানির ফুটবল ইতিহাসকে নতুন করে লেখার কারিগর ছিলেন প্রয়াত কিংবদন্তি বেকেনবাওয়ার। তিনি বলেছেন, ‘‘আমি গভীরভাবে মর্মাহত। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জার্মানির ফুটবল ইতিহাস নতুন করে লিখেছিলেন। যা চিরস্থায়ী হয়ে রয়েছে। বায়ার্নে তাঁর অধিনায়কত্বে আমি খেলেছি। জাতীয় দলে খেলার সময় তাঁর কোচিংয়েও আমি খেলেছি। বায়ার্নের সভাপতিও ছিলেন তিনি। প্রতিটি ভূমিকাতেই তিনি শুধু সফল হননি, অনন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। জার্মানির ফুটবল সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে হারিয়েছে। আমরা তাঁকে মিস করব।’’
বেকেনবাওয়ারের অন্ত্যেষ্টি ক্রিয়া আলিয়াঞ্জ এরিনায় করার পরিকল্পনা করছে বায়ার্ন। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ একটি সভাও ডেকেছে। ৭৫ হাজার দর্শকাসন বিশিষ্ট আলিয়াঞ্জ এরিনায় ‘কাইজার’-এর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আয়োজন হলে তা স্মরণীয় হয়ে থাকবে। বেকেনবাওয়ারের প্রয়াণে শোকস্তব্ধ জার্মানির বর্তমান কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি জানিয়েছেন, লিবেরো পজিশনে খেলে বেকেনবাওয়ার ফুটবল খেলটাকেই বদলে দিয়েছিলেন। আধুনিক ফুটবলের পথিকৃৎ ছিলেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘বলের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। সবুজ ঘাসের বুকে তিনি যেন উড়ে বেড়াতেন।’’ বেকেনবাওয়ারের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। জানিয়েছেন, ‘‘অতুলনীয় বহুমুখিতা ছিল তাঁর। ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে মেলবন্ধনে তিনি ছিলেন অনবদ্য। তাঁর বল নিয়ন্ত্রণ ও দূরদর্শিতা ফুটবলকে অন্যমাত্রা এনে দিয়েছিল।’’