সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে বিশ্রী পারফর্ম করেছেন কেএল রাহুল। বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ ভারতীয় ওপেনার। ধেয়ে এসেছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে মিমের বন্যা। অথচ এসব সত্ত্বেও বাকি দুই টেস্টে তাঁকে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিল নির্বাচক মণ্ডলী।
বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা। রবিবার বিসিসিআইয়ের তরফে ঘোষিত হল বাকি দু’টি টেস্টের দল। পাশাপাশি প্রকাশ করা হয় অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলও। আর সেখানেই দেখা যাচ্ছে, দুই স্কোয়াডেই রয়েছেন কেএল রাহুল। যদিও ক্যাপ্টেন রোহিত আগেই জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে তিনি ও টিম ম্যানেজমেন্ট রাহুলের পাশেই রয়েছে। তারই প্রতিফলন দেখা গেল ঘোষিত দলে। তবে পারিবারিক কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোহিত। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া।
[আরও পড়ুন: হকি ডার্বি ঘিরে মহামেডান মাঠে ধুন্ধুমার, হাতাহাতিতে জড়ালেন ইস্ট-মোহন সমর্থকরা]
বস্তুত, তৃতীয় (১-৫ মার্চ) ও চতুর্থ (৯-১৩ মার্চ) টেস্টে অপরিবর্তিতই রাখা হয়েছে ভারতীয় দল (Team India)। ক্রিকেট মহলের একাংশের মতে, যেহেতু কামিন্সদের বিরুদ্ধে সহজেই জয় পাওয়া গিয়েছে, তাই হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি বোর্ডের নির্বাচকরা। আর সেই কারণেই কোনও বদল ঘটানো হয়নি।
একনজরে দেখে নেওয়া যাক ২ টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
এদিকে, টি-টোয়েন্টির পর রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে হার্দিকের উপরই ভরসা রেখেছেন নির্বাচকরা। সেই কারণেই সহ-অধিনায়কত্বের দায়িত্ব থেকে রাহুলকে সরানো হল। তাই স্কোয়াডে তিনি থাকলেও প্রথম একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিকই। তবে চোট সারিয়ে এই সিরিজেও ফেরা হল না পেসার জশপ্রীত বুমরাহর। ১৭, ১৯ ও ২২ মার্চ তিনটি ওয়ানডে হবে যথাক্রমে মুম্বই, ভাইজ্যাগ ও চেন্নাইতে।
একনজরে দেখে নেওয়া যাক ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।