shono
Advertisement

Breaking News

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই ফরম্যাটেই ক্যাপ্টেন রোহিত, টেস্টে বাদ পূজারা, দলে বাংলার মুকেশ

একনজরে দেখে নিন ঘোষিত ভারতীয় দল।
Posted: 03:21 PM Jun 23, 2023Updated: 03:48 PM Jun 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট ও ওয়ানডে দল। আর দুই দলেরই অধিনায়কের ভূমিকায় রোহিত শর্মা। অর্থাৎ সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হল না রোহিতকে। তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। পাঁচদিনের ক্রিকেটে সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। 

Advertisement

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) নজর কেড়েছিলেন রাহানে। একটা সময় যাঁকে খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছিল, তিনি আইপিএল এবং ওভাল টেস্টে দুরন্ত ছন্দে ফেরার পুরস্কার পেলেন। তাঁকেই ডেপুটির দায়িত্ব দেওয়া হল। তবে পূজারার খারাপ ফর্মের জন্যই তাঁকে বসিয়ে তরুণ যশস্বী জসওয়ালকে সুযোগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দলে নেই পেসার উমেশ যাদবও। সেই সঙ্গে লাগাতার খেলে চলা মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিবার্চকরা। উইকেটকিপার হিসেবে কেএস ভরতের পাশাপাশি রাখা হয়েছে ঈশান কিষানকেও। অজিদের বিরুদ্ধে অশ্বিনকে দলে রেখেও শেষমেশ খেলানো হয়নি। এবার তাই নজর থাকবে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশের দিকে।

[আরও পড়ুন: ইন্টার মায়ামি যাওয়ার আগে এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ মেসির, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা]

এদিকে, ওয়ানডে স্কোয়াডে রোহিতের ডেপুটি হার্দিক পাণ্ডিয়া। উইকেটকিপার হিসেবে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। দুই দলেই জায়গা করে নিয়েছেন শার্দূল ঠাকুর। চোট সারিয়ে ঢুকে পড়েছেন আরেক পেসার জয়দেব উনাদকাটও। শামির অনুপস্থিতিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন বাংলার মুকেশ কুমার।  

একনজরে দেখে নিন ঘোষিত টেস্ট ও ওয়ানডে ভারতীয় দল:

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, উমরান মালিক, মুকেশ কুমার।

[আরও পড়ুন: মিলেছে ৩১৫, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কমিশনের, পালটা চাপে কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement