সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারতে প্রতিপক্ষ হিসাবে সেরাদেরই বেছে নিল বিসিসিআই (BCCI)। দেশের মাটিতে বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভারতে আসছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। চূড়ান্ত সূচি ঘোষণা না করলেও সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বোর্ড।
বিসিসিআই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপের (Asia Cup) ঠিক পরে এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলি শুরু হওয়ার আগে ছোট্ট উইনডো-তে ৩ ম্যাচের একটি সিরিজের আয়োজন করবে ভারতীয় বোর্ড। ১৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এশিয়া কাপ আর বিশ্বকাপ শুরু ৮ অক্টোবর। তার আগে অবশ্য ভারত-অস্ট্রেলিয়া দুই দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। অর্থাৎ দিন দশেকের একটা ছোট্ট ইউনডোতেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে ভারতীয় দলকে।
[আরও পড়ুন: ‘সঙ্গী বাছুন চুপচাপ!’ নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন জিতু?]
অজিদের সঙ্গে ঘরের মাটিতে যে তিন ম্যাচ রোহিতরা (Rohit Sharma) খেলবেন, সেটা ভারতীয় দলের জন্য বিশ্বকাপের প্রস্তুতির আদর্শ মঞ্চ হতে পারে। কারণ ওই ওয়ানডে সিরিজ ছাড়া ঘরের মাঠে আর কোনও সিরিজ ভারত বিশ্বকাপের আগে খেলছে না। সুতরাং ওই সিরিজেই নিজেদের সেরা একদশ চূড়ান্ত করে ফেলতে হবে ভারতকে। রোহিতদের চূড়ান্ত টিম কম্পিনেশন কী হবে? ক’জন স্পিনার, ক’জন ব্যাটার খেলবেন, সবটাই ওই সিরিজে চূড়ান্ত করতে হবে। তাছাড়া অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ হওয়ায়, ভারতের শক্তি-দুর্বলতাও ওই ম্যাচগুলিতেই ঝালিয়ে নেওয়া যাবে।
[আরও পড়ুন: ‘সাংসদের এই ভাষা আশা করা যায় না’, সৌমিত্রকে ভর্ৎসনার পরেও রক্ষাকবচ হাই কোর্টের]
এক্ষেত্রে আবার আরেকটা তত্ত্বও ভেসে আসছে। অতিরিক্ত ম্যাচ খেলতে গিয়ে ক্লান্তির শিকার হতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ সদ্যই আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) খেলেছে ভারতীয় দল। তারপর রোহিতরা ওয়েস্ট ইন্ডিজে উড়ে গিয়েছেন পূর্ণাঙ্গ সিরিজের জন্য। সেখান থেকে ফিরে এশিয়া কাপে বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে। এর মধ্যে দ্বিতীয় সারির দল যাবে আয়ারল্যান্ডে। তারপর আবার অস্ট্রেলিয়া সিরিজ। অর্থাৎ বিশ্বকাপের আগে একের পর এক ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। যা খানিকটা হলেও চিন্তার।