সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাদা বলের ক্রিকেটে প্রতিষ্ঠিত হল রোহিত রাজ। টি-টোয়েন্টির পর টিম ইন্ডিয়ার (Team) ওয়ানডে দলের অধিনায়কত্বও পেলেন রোহিত শর্মা। শুধু তাই নয়, রাহানেকে সরিয়ে টেস্ট দলের সহ-অধিনায়কত্বও চলে এল রোহিতের হাতে।
দক্ষিণ আফ্রিকা সফরের দল বাছাইয়ের সময় যে প্রশ্নটি জাতীয় নির্বাচকদের সবচেয়ে বেশি বিব্রত করেছে, সেটা হল প্রোটিয়া সফরে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন? বিরাট কোহলি নাকি রোহিত শর্মা (Rohit Sharma)? আসলে, টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন কোহলি (Virat Kohli)। সেসময় বিরাট ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কোনও ইচ্ছাপ্রকাশ করেননি। বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্সের পর রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করা হয়। তখন থেকেই জল্পনা ছিল, ৫০ ওভারের ক্রিকেটেও আগামী দিনে অধিনায়কত্ব পেতে পারেন রোহিত।
[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়তে পারেন ভারতীয় দলের এই চার তারকা!]
বুধবার সেই জল্পনাতেই সিলমোহর দিল জাতীয় নির্বাচক কমিটি। বোর্ডের (BCCI) তরফে ঘোষণা করে দেওয়া হল, এবার বিরাট কোহলির বদলে ওয়ানডে অধিনায়কও হতে চলেছেন হিটম্যান। আসলে, সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটে দু’জন আলাদা আলাদা অধিনায়ক থাকাটা বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে দলের অন্দরে সংশয় বা ঠান্ডা লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অমূলক নয়। সম্ভবত সেসব ভেবেই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করে দেওয়া হল রোহিতকে।
[আরও পড়ুন: মুম্বইয়ে বিশ্বরেকর্ড গড়েও কেরিয়ার নিয়ে অনিশ্চিত নিউজিল্যান্ডের স্পিনার অ্যাজাজ!]
এদিকে, বুধবারই প্রোটিয়া সফরে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দলও ঘোষণা করে দিল বিসিসিআই। এখানেও প্রমোশন হয়েছে রোহিত শর্মার। খারাপ ফর্মে থাকা রাহানের বদলে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে চোটের জন্য টেস্ট সিরিজে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, অক্ষর প্যাটেল এবং রাহুল চাহার।
১৮ সদস্যের ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ।
স্ট্যান্ডবাই ক্রিকেটার: নবদীপ সাইনি, সৌরভ কুমার, দীপক কুমার, আরযান নাগাসওয়ালা।