সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন বলা যেতে পারে রনজি ট্রফিকে (Ranji Trophy)। আইপিএল নিয়ে মাতামাতি থাকলেও বিসিসিআই (BCCI) গুরুত্ব দেয় ঘরোয়া টুর্নামেন্টকে। যা খেলতে রাজি না হওয়ায় শাস্তির কোপে পড়েছেন ইশান কিষান, শ্রেয়স আইয়ারদের মতো তারকারা। এবার আগামী মরশুমের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল বোর্ড। যাতে থাকছে একাধিক বদল।
এই মুহূর্তে বিশ্বকাপের জন্য আমেরিকায় রয়েছে ভারতীয় দল। আইপিএলের মরশুমও শেষ হয়েছে দিন দশেক আগে। এর মধ্যে অনেক নতুন সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত হল ঘরোয়া ক্রিকেটের সূচি। ক্রিকেট মরশুম শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বরে দলীপ ট্রফি দিয়ে। তার পর আছে ইরানি ট্রফি। অক্টোবরে শুরু হবে রনজি ট্রফি। তবে দুটি ভাগে হবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। রনজির গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচের বিরতি থাকবে। তখন আয়োজিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। এই দুটিই সাদা বলের টুর্নামেন্ট।
[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের আগে ছুটি নেই দ্রাবিড়ের, মেট্রো সফরেও বাবরদের খেলায় নজর টিম ইন্ডিয়ার হেডস্যরের]
তার পর রনজি ট্রফির বাকি দুটি গ্রুপ পর্বের ম্যাচের পর নকআউট রাউন্ডের ম্যাচ হবে। তবে সবচেয়ে বড় বদল আসতে চলেছে সিকে নাইডু ট্রফিতে। এবার থেকে টস উঠে যাবে এই টুর্নামেন্টে। যেহেতু হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়, সেখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অনেকক্ষেত্রে নিজেদের পছন্দমতো পিচও বানায় হোম টিম। তাই আরও প্রতিযোগিতামূলক করার জন্য অভিনব সিদ্ধান্ত নিল বিসিসিআই।
[আরও পড়ুন: ভারতের জন্য বাড়তি সুবিধা! বিশ্বকাপে পক্ষপাতিত্বের অভিযোগ শ্রীলঙ্কার]
সিকে নাইডু ট্রফিতে চালু হচ্ছে নতুন পয়েন্ট পদ্ধতিও। ম্যাচের ফলাফল ছাড়াও প্রতিটি ইনিংসে দলের পারফরম্যান্সের ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে। যদি সিকে নাইডুতে এই পয়েন্ট বিভাজনের সাফল্য পাওয়া যায়, তাহলে পরে রনজিতেও প্রয়োগ করা হতে পারে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে বিশ্রামের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে বোর্ড। দুটি ম্যাচের মধ্যে কয়েকদিনের বিরতি থাকবে। ক্লান্তি বা চোট-আঘাত যাতে পারফরম্যান্সে ছাপ ফেলতে না পারে, তাই এই সিদ্ধান্ত।