সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বুকে আয়োজিত হয়েছিল ভারতের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট (Pink ball Test)। টিম ইন্ডিয়ার (Team India) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দিন-রাতের সেই টেস্ট ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়েছিলেন তৎকালীন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
তবে তিনি সরে যেতেই গোলাপি বলের টেস্টের প্রতি অনীহা দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) এই টেস্টের প্রতি আগ্রহ কমে যাওয়ার জন্যই নাকি বোর্ড এই ম্যাচ আয়োজন করতে চাইছে না।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ (Jay Shah) বলেছেন, “ক্রিকেটপ্রেমীদের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। ভারতীয় দল খুব বেশি দিন-রাতের ম্যাচ খেলেনি। এরমধ্যে প্রতি ম্যাচই মাত্র দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এটা টেস্ট ক্রিকেটের জন্য সঠিক বিজ্ঞাপন নয়। ক্রিকেটার থেকে সাধারণ মানুষ, সবাই চায় টেস্ট ম্যাচ চার-পাঁচ দিন গড়াক। যদি সেই ব্যাপারটা নিশ্চিত হয়, তবেই ভবিষ্যতে আরও বেশি গোলাপি বলের দিন-রাতের টেস্ট আয়োজন করতে পারি।”
[আরও পড়ুন: হাঁসের মাংস খাইয়ে ‘গম্ভীর’ মুখে হাসি ফুটিয়েছিলেন নেহরা জি! কিন্তু কেন?]
২০২৪ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে একাধিক টেস্ট খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। মহিলা দলকেও টেস্ট খেলতে দেখা যাবে। তবে আগামী বছর পুরুষ কিংবা মহিলা দল, কেউই গোলাপি বলের টেস্ট খেলবে না।
নতুন বছরের জানুয়ারি মাসে পাঁচটি টেস্ট খেলতে ভারতের মাটিতে পা রাখবে ইংল্যান্ড। যদিও সেই সূচিতে কোন গোলাপি বলের টেস্ট নেই। অথচ এর আগে দুই দলকে দিন-রাতের টেস্ট খেলতে দেখা গিয়েছিল। তাহলে এবার কেন এমন ধরনের টেস্ট আয়োজন করা যাচ্ছে না? জয় শাহ ফের যোগ করেছেন, “ইসিবি-র সঙ্গে আমরা দিন-রাতের টেস্ট খেলার ব্যাপারে কথা বলেছিলাম। তবে ওরা আগ্রহ দেখায়নি। ফলে এই মুহূর্তে গোলাপি বলের টেস্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না।”
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের পুরুষ ও মহিলা দল মোট পাঁচটি গোলাপি বলের টেস্ট খেলেছে। দিন-রাতের টেস্টে পুরুষদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এরমধ্যে ভারতীয় দল তিনটি ম্যাচ জয়ের সঙ্গে হেরেছে একটি ম্যাচে। এদিকে মিতালি রাজের দলকেও অজিদের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলতে দেখা গিয়েছিল। ২০২১ সালে ক্যানবেরাতে আয়োজিত সেই টেস্ট ড্র হয়।