সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু তার পরেও জাতীয় দলের কোচের নাম ঘোষণা করবে না বিসিসিআই। টুর্নামেন্টের পরে দুটি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে স্থায়ী কোচ ছাড়াই খেলতে হবে ভারতকে। উল্লেখ্য, মঙ্গলবার থেকেই জল্পনা ছড়ায় যে ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু বিসিসিআই সূত্রের দাবি, কোচ নিয়োগ নিয়ে তাড়াহুড়ো হবে না।
জানা গিয়েছে, বিশ্বকাপের পরে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ( Indian Cricket Team)। তবে ওই দুই সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। দলের সঙ্গে যাবেন এনসিএর সিনিয়র কোচরা। কিন্তু ওই সময়ের মধ্যে জাতীয় দলের কোচের নাম ঘোষণা করবে না বিসিসিআই, এমনটাই সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার কথায়, "জাতীয় দলের কোচের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ঠিকই। কিন্তু কোচ নিয়োগের ক্ষেত্রে বোর্ড (BCCI) আরও বেশ কিছুটা সময় নিতে চায়।"
[আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিত নিয়ে তো কথা বলেন না! ‘অল আইজ অন রাফা’ পোস্ট করে ট্রোলড রোহিতপত্নী]
ওই কর্তা আরও জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্রিকেটের মধ্যেই থাকবে জাতীয় দল। দুটি সিরিজে সিনিয়ররা বিশ্রাম পাবেন, এনসিএর কোচরা দলের দায়িত্ব নেবেন। তাই কোচ নিয়োগে তাড়াহুড়োর দরকার নেই। উল্লেখ্য, জাতীয় দলের কোচের পদে আবেদন করার সময়সীমা শেষ হয়েছে। সূত্রের খবর, ভিভিএস লক্ষ্মণ, আশিস নেহরা এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) এগিয়ে রয়েছেন কোচ হওয়ার দৌড়ে।
এহেন পরিস্থিতিতে খবর ছড়ায়, সব ঠিকঠাক থাকলে বাকিদের পিছনে ফেলে সেই দায়িত্ব পেতে চলেছেন গৌতম গম্ভীরই। আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক অন্তত সে খবরই জানিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম ক্রিকবাজ। তাদের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি গম্ভীরের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। খুব তাড়াতাড়িই নতুন কোচের নাম জানিয়ে দেবে বিসিসিআই। কিন্তু এবার কোচের নাম ঘোষণায় তাড়াহুড়োর দরকার নেই বলে দাবি বোর্ড কর্তার।