সুকুমার সরকার, ঢাকা: বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ চারদিনের এই সফরে একটি অর্থনৈতিক সম্মেলনেও যোগ দেবেন তিনি৷ আর তাঁর এই সফরের একদিন আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷
[ আরও পড়ুন: প্রথা ভেঙে মহিলাদের নেতৃত্বেই দেবী আরাধনা বাংলাদেশের বিখ্যাত পুজোয় ]
এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম জানান, শুভেচ্ছা বিনিময় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নিতেই, হাসিনাকে ফোন করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ সম্প্রতি চোখের চিকিৎসার করাতে লন্ডন গিয়েছিলেন শেখ হাসিনা। তাঁর চোখ এখন কেমন রয়েছে, সেই খোঁজ নিয়েছেন ইমরান খান। যদিও ইমরানের এই ফোনের পিছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নয়াদিল্লি৷ তাঁদের যুক্তি, ২০১৬ থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভাল নয়৷ গত বছর পাক প্রশাসনের এক অফিসারের ভিসা বাতিল করেছে ঢাকা। অন্যদিকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারতকে নানা ভাবে অপদস্থ করার চেষ্টা করছে ইমরান৷ এহেন পরিস্থিতিতে নয়াদিল্লির বিরুদ্ধে সমর্থন জোটাতেই পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত৷
[ আরও পড়ুন: খুলনায় আওয়ামি লিগের কার্যালয়ে বিস্ফোরণ, হামলার দায় স্বীকার আইএস-এর ]
পাশাপাশি, শুক্রবার নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকনমিক সামিটে’ যোগ দেন শেখ হাসিনা৷ এবং সেই অনুষ্ঠানে পেঁয়াজের দাম বাড়ায় ভারতকে খোঁচা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আপনারা কিছু না জানিয়েই পেঁয়াজের রফতানি বন্ধ করে দিলেন। এতে একটু সমস্যা হচ্ছে। আমি জানি না, কেন পেঁয়াজ যাচ্ছে না। তবে আমি রাঁধুনিকে বলে দিয়েছি, খাবারে পেঁয়াজ দেবে না।’’
The post হাসিনার মানভঞ্জনে মরিয়া চেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন ইমরানের appeared first on Sangbad Pratidin.