shono
Advertisement
Rajasthan

খুনের পর দেহের ৬ টুকরো, রাজস্থানে খুন বিউটিশিয়ান! পলাতক অভিযুক্ত

কী কারণে হত্যা? জানতে তদন্ত করছে পুলিশ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:59 AM Oct 31, 2024Updated: 10:15 AM Oct 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন ধরে নিখোঁজ ছিলেন এক বিউটিশিয়ান। পুলিশের তদন্তের পর রাজস্থানের যোধপুরে মিলল তাঁর দেহাংশ। জানা গিয়েছে, খুন করার পর  দেহটির ৬ টুকরো করা হয়েছিল। যেগুলো মাটিতে পুঁতে দেওয়ার আগে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত! তার খোঁজে চলছে তল্লাশি। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিতা চৌধুরী। অভিযুক্ত গুল মহম্মদ ওরফে গোলামউদ্দিনের দোকানের পাশেই পার্লার ছিল বছর পঞ্চাশের অনিতার। দুদিন আগে অর্থাৎ ২৮ অক্টোবর দুপুরে রোজকার মতোই পার্লার বন্ধ করেছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি। পরের দিন যোধপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন অনিতার স্বামী। তদন্তে নামে পুলিশ।

মৃতার কল রেকর্ড থেকে গোলামউদ্দিনের নাম খুঁজে পায় পুলিশ। সেই সূত্র ধরেই শুরু হয় তল্লাশি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে নিখোঁজ হওয়ার আগে অনিতা অটোতে চড়ে গঙ্গানা এলাকার দিকে গিয়েছিলেন। সেখানে গিয়েই অভিযুক্তের বাড়ির খোঁজ পায় পুলিশ। কিন্তু সেখানে ছিল না গোলামউদ্দিন। তার স্ত্রীকে জেরা করেই গোটা ঘটনা জানতে পারেন তদন্তকারীরা। অনিতাকে নিয়ে এসে খুন করে গোলামউদ্দিন। দেহ টুকরো করে পুড়িয়ে দিয়ে বাড়ির পিছনে পুঁতে দেয়। স্ত্রীকে সব জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। 

সব শোনার পরই গোলামউদ্দিনের বাড়ির পিছনে এক গর্ত খুঁড়ে অনিতার দেহাংশ উদ্ধার করা হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানতে পারেনি পুলিশ। মৃতার ছেলের অভিযোগ, তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর সেই কারণেই এই খুন। এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুদিন ধরে নিখোঁজ ছিলেন এক বিউটিশিয়ান। পুলিশের তদন্তের পর রাজস্থানের যোধপুরে মিলল তাঁর দেহাংশ।
  • জানা গিয়েছে, খুন করে দেহটির ৬ টুকরো করা হয়েছিল। যেগুলো মাটিতে পুঁতে দেওয়ার আগে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত!
  • দুদিন আগে অর্থাৎ ২৮ অক্টোবর দুপুরে রোজকার মতোই পার্লার বন্ধ করেছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেলেননি।
Advertisement