shono
Advertisement

Breaking News

প্রয়াত বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Published By: Subhajit MandalPosted: 09:34 PM Mar 26, 2024Updated: 11:05 PM Mar 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বেলুড় মঠের (Belur Math) অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে মার্চ মাসের শুরু থেকেই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Advertisement

রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ (Swami Swarananda)। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন। তাঁর বহু গুণমুগ্ধের তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর অসুস্থতার সময় হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

২০২২ সালের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ। সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা হয়েছিল। বেশ কয়েক দিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। আবারও আগের মতোই কাজকর্ম করছিলেন। কিন্তু মাসখানেক আগে ফের অসুস্থ হয়ে পড়েন মহারাজ। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। রামকৃষ্ণ মিশনেরই এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার নবতিপর মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[আরও পড়ুন: রামরাজ্যেই প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল, বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনাও]

শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণ শোকস্তব্ধ তাঁর ভক্তরা। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, "বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। নিজের দীর্ঘ জীবনকালে স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ চেতনার মাধ্যমে গোটা বিশ্বকে আধ্যাত্মিকতার পথ দেখিয়েছেন। আজও তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত ও অনুগামীদের অনুপ্রেরণা। আমি তাঁর অনুগামী এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement