shono
Advertisement

‘সিএসকে-র জয়ের পিছনে জন টেরির মতো ভূমিকা ছিল আমার’, কেন এ কথা বললেন স্টোকস?

নিলামে স্টোকসের দাম উঠেছিল ১৬.২৫ কোটি টাকা।
Posted: 08:19 PM Jun 02, 2023Updated: 08:22 PM Jun 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে বেন স্টোকসের (Ben Stokes) দাম উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার সিএসকে-র (CSK) জার্সি পরলেও আইপিএলে খেলেন মাত্র ২টি ম্যাচ। ওই দু’টি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৫ রান। এক ওভার বল করেছিলেন তিনি। একটি উইকেটও দখল করতে পারেননি।

Advertisement

চোট আঘাতের জন্য মাঠে নামতে পারেননি স্টোকস। আইপিএল ফাইনালে নিজের ভূমিকা প্রসঙ্গে বেন স্টোকস তুলনা করেছেন জন টেরির সঙ্গে। রসিকতা করে স্টোকস বলেন, ”আইপিএল জয়ে আমি জন টেরির ভূমিকা পালন করেছি।” 

[আরও পড়ুন: প্রতিযোগী থেকে সঞ্চালক, স্যান্ডি সাহা এখন MTV Roadies-এর ‘কাণ্ড কুমার’]

 

উল্লেখ্য, ২০১২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল চেলসি। সাসপেনশনের জন্য ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামতে পারেননি জন টেরি। ট্রফি নেওয়ার সময়ে চেলসির কিট পরে দেখা গিয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন স্টোকস।

২০২৩ সালের মেগা টুর্নামেন্টে সবক’টি ম্যাচ খেলতে চেয়েছিলেন স্টোকস। কিন্তু দু’টির বেশি ম্যাচে নামতে না পারা প্রসঙ্গে স্টোকস বলেছেন, ”পিছনে ফিরে তাকালে হয়তো অনেকেই বলবেন দুটো ম্যাচ খেলা অত্যন্ত হাতাশাজনক পারফরম্যান্স। কিন্তু আমি অন্যভাবে দেখছি। আমার মনে হয় এটা আমার কাছে আশীর্বাদই।” 

[আরও পড়ুন: খুন, রক্ত-রাজনীতি! বিতর্ক উড়িয়ে প্রকাশ্যে পরম-স্বস্তিকার হাড়হিম করা ‘শিবপুর’ টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement