shono
Advertisement
BSL

বিএসএলে জয় হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের, জিতল জেএইচআর রয়্যাল সিটিও

টানা দুই ম্যাচে জয় পেল দুই দলই।
Published By: Prasenjit DuttaPosted: 07:53 PM Dec 19, 2025Updated: 07:53 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচের আসনে ‘সবুজতোতা’ ব্যারেটো। বেঙ্গল সুপার লিগে তাঁর দলও ছন্দময়। বেঙ্গল সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নর্থ ২৪ পরগনা। ব্যারেটোর দলের কাছে এগিয়ে গিয়েও হেরে গেল তারা। বিএসএলের অপর ম্যাচে কোপা বীরভূমকে হারিয়েছে জেএইচআর রয়্যাল সিটিও। 

Advertisement

প্রথম ম্যাচেও এফসি মেদিনীপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছেড়েছিল তারা। আর শুক্রবারের ম্যাচেও পিছিয়ে পড়ে পালটা দু'গোল দিয়ে জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। ভবিষ্যতে দলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এমনকী অ্যাকাডেমি তৈরিরও পরিকল্পনা আছে তাঁদের। তাঁদের লক্ষ্য, চ্যাম্পিয়ন হয়ে আইএফএ শিল্ড খেলা। সেই লক্ষ্যেই বেঙ্গল সুপার লিগ খেলতে নামা হাওড়া-হুগলি যে দুরন্ত ছন্দে রয়েছে তা বলাই বাহুল্য।

শুক্রবার দুপুরে নৈহাটি স্টেডিয়ামে ১৩ মিনিটে কুন্তলের গোলে এগিয়ে যায় নর্থ ২৪ পরগনা। তবে গোল খেয়ে দমে যাননি পাওলো সিজাররা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩) আকাশের গোলে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে সাহিলের গোলে ব্যবধান বাড়ায় হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত ফলাফল থাকে ব্যারেটোর দলের পক্ষে ২-১। এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে পৌঁছল তারা।

অপর ম্যাচে ঘরের মাঠে কোপা টাইগার্স বীরভূমকে ২-০ গোলে হারিয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ৩২ মিনিটে গোল করে রয়্যাল সিটিকে এগিয়ে দেন সজন সাহানি। পরে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। হাওড়া-হুগলির থেকে গোল পার্থক্যে পিছিয়ে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঙ্গল সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।
  • তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নর্থ ২৪ পরগনা।
  • বিএসএলের অপর ম্যাচে কোপা বীরভূমকে হারিয়েছে জেএইচআর রয়্যাল সিটিও। 
Advertisement