shono
Advertisement

করোনা ভ্যাকসিনের ব্যবহার নিয়ে গাইডলাইন দিক কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠকে জানালেন মমতা

কেন্দ্রের কাছে বকেয়া ৫৩ হাজার কোটি চাইল রাজ্য। The post করোনা ভ্যাকসিনের ব্যবহার নিয়ে গাইডলাইন দিক কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠকে জানালেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:10 PM Aug 11, 2020Updated: 05:12 PM Aug 11, 2020

সন্দীপ চক্রবর্তী: ভ্যাকসিন (Vaccine) তৈরির দৌড়ে নেমেছে সকলেই। কিন্তু কোনটা ব্যবহারে মিলবে সাফল্য? কীভাবে তা ব্যবহার করা  হবে?  তা নিয়ে কেন্দ্র সরকার গাইডলাইন দিক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারচুয়াল বৈঠক থেকে এমনই দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। একইসঙ্গে করোনা (Corona Virus) মোকাবিলায় কেন্দ্রের কাছে আরও high flow nasal cannula ও ভেন্টিলেটর চাইল বাংলা। রাজ্যের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রও। পাশাপাশি, বৈঠক থেকে রাজ্যের বকেয়া টাকা মেটানোরও দাবি জানিয়েছেন মমতা।

Advertisement

দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, ১০ রাজ্যেই ছড়িয়ে ৮০ শতাংশ করোনা আক্রান্ত। সেই তালিকায় নাম রয়েছে বাংলারও। সেই সূত্র ধরেই এদিন বাংলা-সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই ভারচুয়াল বৈঠকেই করোনা মোকাবিলায় বাংলার কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যের সরকারি হাসপাতাল ও সরকার যে সমস্ত বেসরকারি হাসপাতালকে অধিগ্রহণ করেছে, সেইসব হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা হচ্ছে। বিনামূল্যে মিলছে অ্যাম্বুল্যান্স পরিষেবাও। বৈঠকে রাজ্যের সেফ হোম (Safe Home), টেলি মেডিসিন (Tele Medicine), কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (Covid Patient Managment System) , সাইকোলজিক্যাল কাউন্সিলিং-এর সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন দেশে প্রথম এই রাজ্যেই চালু হয়েছে কোভিড ক্লাব। বাড়ি-বাড়ি গিয়ে রোগীর খোঁজ করছেন আশাকর্মীরা। সচেতনতার উপরও জোর দিয়েছে রাজ্য। তবে শুধু সাফল্যই নয়, রাজ্যে পাওনা-গন্ডা নিয়েও প্রধানমন্ত্রীর কাছে সরব হন মমতা।

[আরও পড়ুন : কোভিড হাসপাতালের অব্যবস্থা নিয়ে ফেসবুক লাইভ, মন্ত্রীর সচিবের ‘রোষে’র মুখে করোনা আক্রান্ত]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে রাজ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান। মমতার দেওয়া হিসেব অনুযায়ী, কেন্দ্রের কাছে জিএসটি বাবদ ৪ হাজার ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে। কোভিড পরিস্থিতি, আমফান মোকাবিলা-সব মিলিয়ে বকেয়া ৫৩ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ছেন মমতা। রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে আরও মজবুত করতে কেন্দ্রের কাছে আরও high flow nasal cannula ও ভেন্টিলেটর চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন : ভূমিপুত্র প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবের আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কীর্ণাহারে]

The post করোনা ভ্যাকসিনের ব্যবহার নিয়ে গাইডলাইন দিক কেন্দ্র, মোদির সঙ্গে বৈঠকে জানালেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement