shono
Advertisement

পুজোর মুখে রেকর্ড করোনা সংক্রমণ বাংলায়, ৩ লক্ষ ছাড়াল মোট আক্রান্তের সংখ্যা

করোনা আক্রান্ত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও।
Posted: 08:16 PM Oct 13, 2020Updated: 08:46 PM Oct 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো যত এগিয়ে আসছে, ততই লাফিয়ে বাড়ছে বাংলার দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। মৃত্যু হয়েছে ৬২ জনের। যা আনলকের পঞ্চম পর্যায়ে সর্বোচ্চ। এদিন তিন লক্ষ ছাড়িয়ে গেল রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা (৩ লক্ষ ২ হাজার ২০ জন)। এদিন করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বাংলার উৎসবের ঢাকিতে কাঠি পড়ে গিয়েছে। লকডাউনের জেরে গত সাত মাস ধরে ঝিমিয়ে থাকা বাজার সবেমাত্র চাঙা হতে শুরু করেছে। কেনাকাটি করতে রাস্তায় বের হচ্ছেন বহু মানুষ। আর ঠিক সেইসময় চিকিৎসকদের উদ্বেগকে সত্যি প্রমাণিত করছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। সোমবারের সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫৮৩ জন। এদিন সেই সংখ্যাটা ৩ হাজার ৬০০ ছাড়িয়ে গিয়েছে। 

[আরও পড়ুন : মণীশ খুনের অন্যতম চক্রী পাটনা জেলে বন্দি সুবোধকে জেরা সম্ভব হল না, CID তদন্তের গতি শ্লথ]

সরকারি তথ্য অনুসারে, একদিনে বাংলায় সর্বাধিক সংক্রমিত হয়েছে উত্তর ২৪ পরগণায় (৭৫৬)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (৭২৮)।  চিন্তা বাড়াচ্ছে হুগলি, দক্ষিণ ২৫ পরগণা, হাওড়া, দুই মেদিনীপুর ও নদিয়া। উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি (১২১) ও দার্জিলিং (১০৭)-এ দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা শতাধিক। 

একদিনে মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে কলকাতা (১৮)। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৪)। মৃত্যু হয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিংয়েও। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৪ জন।  তবে এমন কঠিন পরিস্থিতিতেও আশা জাগিয়েছে বাংলার সুস্থতার হার-৮৭.৮৪ শতাংশ।

[আরও পড়ুন : আজও লাগানো হয়নি আমফানে উড়ে যাওয়া জাতীয় পতাকা, রেলের ওয়ার্কশপে তেরঙ্গার ‘অপমান’]

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২ হাজার ২০ জন। তাদের মধ্যে ২ লক্ষ ৬৫ হাজার ২৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।  গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। তবে উৎসবের মরশুমে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চিকিৎসকরা। করোনা আক্রান্তদের চিহ্নিত করতে এদিনও ৪২ হাজার ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার