সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৩ বছর পরে রনজি ট্রফি (Ranji Trophy) জয়ের স্বপ্ন দেখছিল বাংলা (Bengal Ranji Team)। তবে প্রথম দিনেই ধাক্কা খেলেন মনোজ তিওয়ারিরা। ইডেনের গতিময় পিচে দাপট দেখালেন সৌরাষ্ট্রের (Saurashtra) পেসাররা। মাত্র ১৭৪ রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস। চা বিরতির পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই অলআউট হয়ে গেল বাংলা। ১০১ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। কিন্তু জলেই গেল তাঁদের ইনিংস।
[আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি তুলসীদাস বলরাম, ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন]
ইডেনের গতিময় পিচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। অপর প্রান্ত থেকে আগুন ঝরালেন তরুণ পেসার চেতন সাকারিয়া। দ্বিতীয় ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। মাত্র ৬৫ রানের মধ্যেই ছয় উইকেট হারান মনোজ তিওয়ারিরা।
গোটা মরশুম জুড়ে দুরন্ত ছন্দে থাকা অনুষ্টুপ মজুমদার এদিন মাত্র ১৬ রান করেন। ব্যর্থ হন অধিনায়ক মনোজ তিওয়ারিও। এহেন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন শাহবাজ ও অভিষেক। ৬৯ রান করেন শাহবাজ। হাফসেঞ্চুরি করেন অভিষেকও। তবে এই দুই ব্যাটার আউট হতেই ভেঙে পড়ে বাংলার ইনিংস। মাত্র দুই ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন বাংলার তিন টেলএন্ডার। মাত্র ১৭৪ রানেই শেষ হয় বাংলার ইনিংস।
[আরও পড়ুন: কোহলির ঘরের মাঠে নামার আগে ফুরফুরে টিম ইন্ডিয়া, ফিট হলেই দলে শ্রেয়স]
দিনের শেষে দুই উইকেট হারালেও সুবিধাজনক জায়গায় সৌরাষ্ট্র। ৮১ রান তুলেছে উনাদকাটের দল। বাংলার লিডও বেশ কমে গিয়েছে। ক্রিজে জমে গিয়েছেন হারভিক দেশাই। তাঁর সঙ্গে রয়েছেন চেতন সাকারিয়া। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও মুকেশ কুমার।