সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা হায়নার তাণ্ডব। আক্রান্ত কমপক্ষে ১৫ জন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দুর্গাপুরের পানগড় ব্লকে। আতঙ্কে কাঁটা এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পালটা আক্রমণে মৃত্যু হয়েছে একটি হায়নায়। জঙ্গলে বন্দুক হাতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের বুদবুদের দেবশালা গ্রামে আচমকা হানা দেয় হায়না। বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার পথে বেশ কিছুটা এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। সেখান থেকে যাওয়ার সময় বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে হায়নাটি। কমপক্ষে প্রায় ১৫ জন আক্রান্ত হন। প্রাণ বাঁচাতে সকলেই নিজের মতো ছোটাছুটি করেন। প্রত্যেকেরই শরীরের একাধিক জায়গায় কেটে গিয়েছে বলে খবর। আহতদের প্রথমে পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ১১জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এক শিশুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চলছে চিকিৎসা।
হায়নার তাণ্ডবের খবর চাউর হতেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের হামলায় মৃত্যু হয়েছে একটি হায়নার। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান বনদপ্তরের আধিকারিকরা। জঙ্গলে চলছে তল্লাশি। ভয়ে অনেকেই নিজেদের ঘরবন্দি করেছেন। বেরলে সঙ্গে রাখছেন লাঠি।